Home First Lead মিটফোর্ড হত্যায় জড়িতদের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

মিটফোর্ড হত্যায় জড়িতদের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুল
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সরকার এই নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে বদ্ধপরিকর।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী দোষীদের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হবে।”

মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে বুধবার (৯ জুলাই) দুপুরে হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েকজন যুবক সোহাগকে ডেকে নেয়। এরপর প্রকাশ্যেই তাকে নির্মমভাবে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে মাথা ও শরীর থেঁতলে হত্যা করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্রও করা হয়, এমনকি মৃতদেহের ওপর উঠে লাফানোর ঘটনাও ঘটে।

নিহত লাল চাঁদ সোহাগ পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। তিনি পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিট বিক্রি করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। পরিবার সূত্রে জানা যায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার ১৪ বছর বয়সী কন্যা সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী পুত্র সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।

ঘটনার পর থেকে পুলিশ ও র‍্যাব অভিযানে নামে। শুক্রবার (১১ জুলাই) কেরানীগঞ্জ থেকে মনির হোসেন ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। এর আগে পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করেছিল। সিসিটিভি ফুটেজ দেখে আরও চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন– মিটফোর্ড হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী মো. মনির, অ্যাম্বুলেন্স চালক নান্নু, চকবাজার থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব অপু দাস এবং চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য সরোয়ার হোসেন টিটু।

ঘটনায় নাম আসা পাঁচজনকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আজীবনের জন্য বহিষ্কার করেছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে পাঁচজন, আরও চারজনের পরিচয় মিলেছে।