বাংলাদেশের তীব্র প্রতিবাদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোঁড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিউ সো মো-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
ঘটনার প্রেক্ষাপট
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে হঠাৎ গুলিবর্ষণ করা হয়। এতে বসতবাড়িতে থাকা এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতের জেরে প্রায়ই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা দেখা দিচ্ছে, যার সর্বশেষ শিকার এই কিশোরী।
ঢাকার কড়া বার্তা
রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে, বিনা উস্কানিতে বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৈঠকে যেসব বিষয়ে জোর দেওয়া হয়েছে:
সার্বভৌমত্ব ও নিরাপত্তা: বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর আঘাত আসে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।
দায়ভার গ্রহণ: এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্পূর্ণ দায়ভার মিয়ানমার কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে।
দ্বিপাক্ষিক সম্পর্ক: এ ধরনের উস্কানিমূলক আচরণ দুই দেশের বিদ্যমান প্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়।
“মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের ভেতরে না পড়ে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।” — পররাষ্ট্র মন্ত্রণালয়










