Home Second Lead সংখ্যালঘুদের সঙ্গে বিএনপি আছে, ভবিষ্যতেও থাকবে: মির্জা ফখরুল

সংখ্যালঘুদের সঙ্গে বিএনপি আছে, ভবিষ্যতেও থাকবে: মির্জা ফখরুল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়েই বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

সোমবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহার নেতৃত্বে ৫০ জনের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই। সব ধর্ম, মত ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গী করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালেই ‘রেইনবো স্টেট’-এর ধারণা দিয়েছেন, যেখানে সব ধর্ম ও মতের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা পাবে।”

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে এবং বিভাজন ও ভুল বোঝাবুঝির রাজনীতি তৈরি করেছে। “মানুষ এখন আর প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না, তারা চায় ঐক্য ও সহাবস্থানের রাজনীতি। কিন্তু কিছু বিদেশি দেশ ও তাদের প্রভাবিত গণমাধ্যম এখনো বিভ্রান্তি ও মিথ্যা প্রচার চালাচ্ছে,” যোগ করেন বিএনপি মহাসচিব।

জাতিগত অবস্থান ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশে নানা বিভাজন সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই বিভাজন থেকে অনেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। অথচ আজ ঐক্যের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, আর ২০২৪ আমাদের দিয়েছে নতুন সুযোগ—একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। আমরা চাই এই দেশের প্রতিটি মানুষ, প্রত্যেক সম্প্রদায় একসঙ্গে বসবাস করুক এবং সবার মৌলিক অধিকার নিশ্চিত হোক