বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের আমন্ত্রণে সোমবার সকালেই সিলেটে পা রাখেন তিনি। এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সকাল ১১টায় নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল। এ সময় কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় নেতারা জানিয়েছেন, দোয়া মাহফিল শেষে নগরীর একটি হোটেলে জুলাই ও আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ পরিবারগুলোর প্রতি দলের শ্রদ্ধা প্রকাশ করা হবে। বেলা ২টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
সকালেই সিলেটে পৌঁছে বিএনপির কেন্দ্রীয় নেতারা হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর তারা দোয়া মাহফিল ও অন্যান্য দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, জুলাইয়ের গণ-আন্দোলনের পর এই প্রথম কেন্দ্রীয় নেতাদের পূর্ণাঙ্গ সফর ঘিরে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘‘এই সফর সিলেট বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক।’’
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘বৃষ্টির কারণে খোলা স্থানে সমাবেশ করা সম্ভব হয়নি। তবে সীমিত পরিসরে হলেও সানরাইজ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।’’
এ সফরের মধ্য দিয়ে সিলেটে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা।