Home বিনোদন মিস ইউনিভার্স ঘিরে বিতর্ক: মেক্সিকোর ফাতিমা বোশ ‘ভুয়া বিজয়ী’

মিস ইউনিভার্স ঘিরে বিতর্ক: মেক্সিকোর ফাতিমা বোশ ‘ভুয়া বিজয়ী’

মিস ইউনিভার্স

বিনোদন ডেস্ক: ফরাসি–লেবানিজ সংগীতশিল্পী ওমর হারফুশ এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর মেক্সিকোর ফাতিমা বোশকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালের পরপরই ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, বোশের মুকুটজয় নাকি পূর্বনির্ধারিত ছিল।

ফাইনাল শেষ হতেই হারফুশ নিজের স্টোরিতে লিখেন, “মিস মেক্সিকো একটি ভুয়া মিস ইউনিভার্স। কেন তা বলব।” ২৫ বছর বয়সী বোশ এবারের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। থাইল্যান্ড, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও আইভরি কোস্টের প্রতিযোগীরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন।

হারফুশের অভিযোগ, মিস ইউনিভার্সের মালিক রাউল রোচা এবং ফাতিমা বোশের বাবা যৌথভাবে বোশকে বিজয়ী করার পরিকল্পনা করেছেন। তিনি দাবি করেন, ফাইনালের আগের দিনই যুক্তরাষ্ট্রের এইচবিও আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছিলেন যে মিস মেক্সিকো জিতবেন, কারণ রোচা নাকি ব্যবসায়িক সম্পর্কে যুক্ত বোশের বাবার সঙ্গে।

আরেকটি ইনস্টাগ্রাম পোস্টে হারফুশ আরও দাবি করেন, রোচা ও তাঁর ছেলে তাকে বলেছেন বোশকে ভোট দিতে, কারণ “এটি আমাদের ব্যবসার জন্য ভালো হবে।” তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ২০২৬ সালের মে মাসে এইচবিওতে প্রকাশ করা হবে।

গত ১৮ নভেম্বর আট সদস্যের মূল বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেন হারফুশ। তিনি অভিযোগ করেন, রোচা তাঁর সঙ্গে ‘অশ্রদ্ধাজনক’ কথা বলেছেন এবং প্রতিযোগিতা শুরুর আগেই একটি ‘অঘোষিত জুরি’ নাকি শীর্ষ ৩০ প্রতিযোগীকে বাছাই করে রেখেছিল। এ অভিযোগ ডেইলি মেইলের খবরে উঠে আসে।

তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এসব অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি জানায়, কোনো অতিরিক্ত জুরি গঠন বা বহিরাগত কাউকে প্রতিযোগীদের মূল্যায়নের অনুমতি দেওয়া হয়নি। সব ধাপেই প্রতিষ্ঠিত ও স্বচ্ছ প্রোটোকল অনুসরণ করে মূল্যায়ন করা হয়েছে।

এ ছাড়া প্রাক্তন ফুটবলার ও চেলসির সাবেক মিডফিল্ডার ক্লোদ মাকেলেলেও ফাইনালের আগে বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ান। তিনি ‘হঠাৎ ব্যক্তিগত কারণে’ এই সিদ্ধান্ত নেন।

প্রতিযোগিতার শুরুতে বোশকে ঘিরে আরেক বিতর্ক হয়। তখনকার মিস ইউনিভার্স নির্বাহী নাওয়াত ইৎসারাগ্রিসিল অভিযোগ করেন, বোশ নাকি আয়োজক দেশ থাইল্যান্ডের প্রচারণামূলক কোনো কনটেন্ট পোস্ট করেননি।

লাইক দিন 👍, শেয়ার করুন 🔁, এবং মন্তব্যে জানান আপনার মতামত