বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রোববার ১৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৈঠক শেষে তিনি বলেন, জামায়াতে ইসলাম সবসময় বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছে। স্বাধীনতার যুদ্ধকে তিনি জাতির অর্জন হিসেবে স্বীকার করেন এবং স্পষ্টভাবে উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানেই বাংলাদেশকে অস্বীকার করা। তাই অতীতের কথা টেনে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সনদটি প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়ে। এতে প্রশ্ন জাগে—আমরা কি সারা জীবন সংকটে ভুগব, কিংবা জীবন ও রক্তের বিনিময় দিয়ে যেতে হবে? এ প্রশ্ন তুলেই তিনি বলেন, নতুন করে যদি সংবিধান অর্ডার ২০২৫ জারি করা হয়, তাহলে আর কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। এটি হবে আইনগতভাবে একটি শক্তিশালী অবস্থান।
তিনি সংবিধানের ৭ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, জনগণের পরম ইচ্ছার ভিত্তিতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া যায়। যদি এভাবে সংবিধান অর্ডার জারি হয়, সেটিই হবে সবচেয়ে শক্তিশালী ধাপ। সরকার চাইলে এটিকে আরও মজবুত করতে গণভোটের আয়োজন করতে পারে। সেই ক্ষেত্রে আর কোনো ফাঁকফোকর বা চ্যালেঞ্জের সুযোগ থাকবে না বলে দাবি করেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে তার ওপর ভিত্তি করে নির্বাচন আয়োজন করা গেলে সেটিই হবে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। তিনি আশাবাদ প্রকাশ করেন, ওই প্রক্রিয়ায় আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে বিবেচিত হবে। আযাদ আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত এবং তা জুলাই সনদের আইনি ভিত্তিতে আয়োজন করতে হবে।