আন্তর্জাতিক ডেস্ক কুয়ালালামপুরের চেরাস এলাকার জালান লোকে ইউ-তে একটি শপিংমলের সামনে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে মুখোশধারী একদল সশস্ত্র হামলাকারী। মঙ্গলবার (১৭ জুন) ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটিকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করেছে।
কুয়ালালামপুরের উপ-পুলিশ প্রধান ডেপুটি কমিশনার দাতুক মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ এক বিবৃতিতে জানান, পেনাল কোডের ৩০২ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। তিনি বলেন, “হত্যার কারণ ও কারা জড়িত, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটের দিকে দুই ব্যক্তি তাদের গাড়ির দিকে যাচ্ছিলেন, এমন সময় কালো স্কি-মাস্ক পরা একদল লোক তাদের উপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা দ্রুত একটি গাড়িতে পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত দুই ব্যক্তি চল্লিশোর্ধ্ব এবং তাদের বাড়ি সারাৱাকের সিবু এলাকায়। মৃতদেহ দু’টি ইতোমধ্যেই ফরেনসিক ইউনিটের সহায়তায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চেরাস জেলার সিআইডি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে আলামত সংগ্রহ করেছে।
ঘটনার পরপরই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, হঠাৎ এই নৃশংস হামলায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনসাধারণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত হামলার মূল উদ্দেশ্য বা হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি কোনো পূর্বপরিকল্পিত শত্রুতার অংশ হতে পারে, কিংবা এটি অপরাধ জগতের সংঘর্ষের ফলাফল হতে পারে। তবে, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।