Home আকাশ পথ হুমকি ফোনে চাঞ্চল্য, মুম্বই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

হুমকি ফোনে চাঞ্চল্য, মুম্বই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

এভিয়েশন ডেস্ক:

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই শহরে। ২৬ মে ভোরে এই হুমকি-ফোন আসার পরই দ্রুত সক্রিয় হয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলি। হুমকির পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ নিরাপত্তা বাড়ানো হয় বিমানবন্দর চত্বরে, স্থাপন করা হয় বিশেষ নজরদারি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দরের অপারেশন কন্ট্রোল রুমে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি বলেন, “বোমা রেখেছি, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে।” তারপরই ফোনটি কেটে যায়। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এবং কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। সন্দেহজনক কোনও বস্তুর খোঁজে তল্লাশি চালানো হয় বিমানবন্দর টার্মিনাল, পার্কিং এলাকা ও লাগোয়া স্থানে।

মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, “হুমকি-ফোনটি কে করেছে, তা চিহ্নিত করতে প্রযুক্তিগতভাবে নম্বর ট্র্যাক করা হচ্ছে। একইসঙ্গে, যদি এটি কোনও ভুয়া হুমকি হয়ে থাকে, তাহলে দোষীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনার সময় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও নিরাপত্তার স্বার্থে কিছু নির্দিষ্ট প্রবেশপথে যাত্রীদের তল্লাশি আরও কড়াভাবে চালানো হয়। সাধারণ যাত্রীদের নিরাপত্তায় কোনও ছাড় দেওয়া হয়নি। এখনও পর্যন্ত কোনও বোমা বা বিস্ফোরক মেলেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার মুম্বই বিমানবন্দর বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ফোন এসেছে। যদিও অধিকাংশই ভুয়া বলে প্রমাণিত হয়েছে, তবুও প্রতিটি ঘটনায় সতর্কতা অবলম্বন করে কর্তৃপক্ষ।

মুম্বইয়ের  আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে ফোন করার অভিযোগে মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। সকাল ৯টা নাগাদ মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি জানান, দুপুর ২টার মধ্যে বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ফোন নম্বরের অবস্থান শনাক্ত করে। অভিযুক্ত মনজিৎ কুমার গৌতম (৩৫) কে মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়।


আরও আপডেট পেতে সঙ্গে থাকুন [বিজনেসটুডে২৪.কম]।