দেবীগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩, হাসপাতালে ছটফট করছে আরও চারজন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: পঞ্চগড়ের দেবীগঞ্জে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় স্বজনের মৃত্যুশোক শেষ হতে না হতেই আরও তিনটি প্রাণ ঝরে গেল। সৎকার শেষে বাড়ি ফেরা হলো না শোকাহত আত্মীয়দের। ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়ছে আরও চারজন।
বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ-বোদা মহাসড়কের পাকুড়িতলা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতরা হলেন—বোদা উপজেলার নয়াদিঘী এলাকার শ্যামলী রাণী (৩০), পামুলী ইউনিয়নের জোতভূবণপাড়ার ভরসা রাণী (৩৫) এবং দেবীগঞ্জ উপজেলার রাজারহাট কালিগঞ্জ এলাকার সাত বছরের শিশু দেবশ্রী রাণী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত বেয়াইনের সৎকার শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন অজয় কুমার রায় ও তার স্বজনেরা। পাকুড়িতলা এলাকায় পৌঁছাতেই সামনে থেকে ছুটে আসা একটি ট্রাক সজোরে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে যাত্রীরা। রক্তে ভিজে যায় মহাসড়ক।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শ্যামলী রাণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে বাকি আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দেবশ্রী রাণী ও ভরসা রাণীর।
আহতদের মধ্যে অজয় কুমার রায় (৬০), খোকা বাবু (৫০), বিমলা (৫০) ও সৌরভ (১১)-এর অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসক দল।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িগুলোতে চলছে আহাজারি। দুর্ঘটনায় নিহত শিশু দেবশ্রী রাণীর লাশ ঘিরে কান্না থামছে না তার বাবার।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে তৎপরতা চলছে।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় বলেন, ‘‘ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’’
এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, দেশের সড়কগুলো কতটা অনিরাপদ হয়ে উঠেছে। একটি মৃত্যুশোকের যাত্রা কীভাবে হয়ে উঠল আরও তিনটি প্রহরান্তক মলিন বিদায়ের গল্প তা কেউ কল্পনাও করেননি।
📢 সড়ক নিরাপত্তা নিশ্চিতে এখনই জাগো!
এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের সমাজের প্রতিচ্ছবি। ঘাতক ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা, নিরাপদ সড়কের দাবি এবং প্রশাসনের কার্যকর নজরদারি চাই এখনই। আপনার কণ্ঠই পারে পরিবর্তন আনতে।
➡️ শেয়ার করুন প্রতিবেদনটি
➡️ মতামত দিন নিচে
➡️ নিরাপদ সড়কের দাবিতে একসাথে বলুন: আর নয় প্রাণহানি!