আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাহুয়াতোতে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত রোববার বিকেলে সালামানকা শহরের এই হামলায় আহত হয়েছেন আরও ১২ জন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
হঠাৎ হামলা ও প্রাণহানি
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি অপেশাদার ফুটবল ম্যাচ চলাকালীন দুটি পিকআপ ট্রাকে করে সশস্ত্র একদল সন্ত্রাসী মাঠে প্রবেশ করে। তারা কোনো সতর্কতা ছাড়াই খেলোয়াড় এবং দর্শকদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং ১ জন হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান।
গ্যাং যুদ্ধের প্রভাব
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সহিংসতা স্থানীয় মাদক কার্টেলগুলোর আধিপত্য বিস্তারের ফল। গুয়ানাহুয়াতো মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এটি দীর্ঘকাল ধরে ‘জ্যালিসকো নিউ জেনারেশন’ এবং ‘সান্তা রোসা ডি লিমা’ কার্টেলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অপরাধী চক্রগুলো মূলত মাদক ব্যবসা ও তেলের অবৈধ কারবারের নিয়ন্ত্রণ নিতে এ ধরনের হামলা চালায়।
প্রশাসনের পদক্ষেপ ও উদ্বেগ
ঘটনার পর মেক্সিকান সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ড পুরো এলাকা ঘিরে রেখেছে। সালামানকার মেয়র এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করে অপরাধীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, মেক্সিকোতে ২০২৫ সালে অপরাধের হার কিছুটা কমার দাবি করা হলেও এই সাম্প্রতিক হামলা দেশটির জননিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।










