বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বহুল প্রত্যাশিত মেট্রোরেল জনসাধারণের জন্য খুলে দেওয়ার দ্বিতীয় দিনেও যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। উত্তরা উত্তর এবং আগারগাঁও স্টেশনে ভোর ৬টা থেকেই দীর্ঘ লাইন দেখা যায়।
উত্তর এবং আগারগাঁও স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকা দুজনের সাথে কথা বলে জানা যায়, তারা দুজনই গতকালও এসেছিলেন। তবে ওঠার সুযোগ না পাও্য়ায় আজও এসেছেন। একজন ভোর পৌনে ৬টায় আরেকজন সোয়া ৬টায়।
নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বলেন, ভালো লাগছে দায়িত্ব পালন করতে। ভোর থেকে আছি। এখানে দায়িত্ব পালনে ক্লান্তি বোধ করছি না।
এর আগে বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে উদ্বোধনস্থলে তিনি এ ফলক উন্মোচন করেন। সেসময় সরকারপ্রধানের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী ফলক উন্মোচনের পর সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রকল্পসংশ্লিষ্টরা। বক্তব্যের পর কিছু আনুষ্ঠানিকতা শেষে সফরসঙ্গীদের নিয়ে মেট্রোরেলে চড়েন শেখ হাসিনা।










