Home আন্তর্জাতিক গোলাগুলিতে পাঁচ মাদক কারবারী নিহত, মেথ ট্যাবলেট উদ্ধার

গোলাগুলিতে পাঁচ মাদক কারবারী নিহত, মেথ ট্যাবলেট উদ্ধার

বিজনেসটুডে২৪ ডেস্ক: চিয়াং মাই, থাইল্যান্ড – ২ আগস্ট ২০২৫ সালের ভোরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং মাই প্রদেশের ফাং জেলায় মিয়ানমার সীমান্তবর্তী গোল্ডেন ট্রায়াঙ্গেল এলাকায় সেনাবাহিনী ও মাদক কারবারীদের মধ্যে গোলাগুলিতে পাঁচজন সন্দেহভাজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ লাখ ৫০ হাজার মেথামফেটামিন ট্যাবলেট, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

থাই সেনাবাহিনীর চাইয়ানুপপ টাস্কফোর্সের তৃতীয় ক্যাভালরি কোম্পানির সদস্যরা ভোর প্রায় ২টা ৪০ মিনিটে একটি পাহাড়ি পথ দিয়ে কয়েকজনকে বড় ব্যাকপ্যাক বহন করতে দেখে থামতে নির্দেশ দেন। সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করার সময় গুলি চালালে সেনারা পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিটের এই গোলাগুলিতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। সেনাদের কেউ আহত হননি।

সংঘর্ষ শেষে নয়টি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়, প্রতিটিতে প্রায় দেড় লাখ করে মেথ ট্যাবলেট ছিল, মোট সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৫০ হাজার। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি তৈরি পিস্তল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুরো অভিযানে সেনারা ইউএভি ড্রোন ও কে-৯ ইউনিট ব্যবহার করে এলাকা ঘিরে রাখেন।

আটক করা মাদক ও অস্ত্র ফাং থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সেনা কর্মকর্তাদের মতে, সীমান্তবর্তী গোল্ডেন ট্রায়াঙ্গেল এলাকা দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় মাদক পাচার রুট। এই অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়া এবং পাচারকারীদের মৃত্যু থাইল্যান্ডের মাদকবিরোধী অভিযানের সাফল্যের বড় দৃষ্টান্ত।

ফেব্রুয়ারি ও জুন মাসেও চিয়াং রাই ও পার্শ্ববর্তী এলাকায় অনুরূপ অভিযানে কয়েক মিলিয়ন মেথ ট্যাবলেট উদ্ধার এবং কয়েকজন পাচারকারী নিহত হয়েছিল। থাই কর্তৃপক্ষ বলছে, সীমান্ত এলাকায় টহল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এ ধরনের অভিযান আরও জোরদার হবে।