বিজনেসটুডে২৪ ডেস্ক: মেয়ের বিয়ে হওয়ার কথা আগামী ১৬ এপ্রিল। তারআগে হবু জামাইয়ের সাথে পালিয়ে গেলেন মা। সেই সঙ্গে নিয়ে গেছেন সাড়ে ৮ লাখ টাকার সম্পদ।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আলিগড় জেলার মাদ্রাক থানার অন্তর্গত একটি গ্রামের। বিয়ের আগের উত্তেজনার মধ্যে তখন চলছিল প্রস্তুতির শেষ পর্ব। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে যায় যখন পাত্রীর মা অনিতা নিজেই হবু জামাই রাহুলের সঙ্গে পালিয়ে যান! ৬ এপ্রিল, পাত্রীর মা সব কিছু ফেলে পালিয়ে যান হবু জামাইয়ের সঙ্গে। শুধু পালানোই নয়, মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা ৩.৫ লক্ষ নগদ টাকা এবং প্রায় ৫ লক্ষ টাকার গয়নাও নিয়ে গেছেন বলে অভিযোগ।
পাত্রীর বাবা জিতেন্দ্র কুমার বেঙ্গালুরুতে ব্যবসা করেন। ঘটনায় স্তম্ভিত তিনি । থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গত তিন-চার মাস ধরেই অনিতা এবং রাহুলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তারা প্রায় ২২ ঘণ্টা ফোনে কথা বলতেন, এমনটাও দাবি করেছেন জিতেন্দ্র।

ঘটনার দিন থেকে অনিতার ফোন বন্ধ। রাহুলও প্রথমে সম্পর্ক অস্বীকার করলেও পরে ফোনে জানিয়ে দেয়, “২০ বছর ধরে অনিতাকে কষ্ট দিয়েছেন, এবার তাঁকে ভুলে যেতে হবে।”
মাদ্রাক থানার পুলিশ জানিয়েছে, একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “তাঁরা যাই করুক, আমাদের শুধু টাকা এবং গয়নাগুলো ফেরত চাই।”