মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ: মেহেরপুরের গাংনীতে অপহরণ হওয়া এক কিশােরী উদ্ধার হয়েছে র্যাবের অভিযানে। অপহরণের ঘটনায় জড়িত অভিযােগে মাহফুজ আলী (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মাহফুজ গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের জাব্বার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে র্যাব-৬ (ঝিনাইদহ) ক্যাম্পের সদস্যরা গােপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কিশােরীকে উদ্ধার এবং একই সাথে অপহরণের সাথে জড়িত মাহফুজকে আটক করা হয়।
র্যাব-৬ (ঝিনাইদহ) ক্যাম্প সূত্র জানায়, গত ২১ জুন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী এলাকা হতে অপহরণ হয় ১৫ বছর বয়সী এক কিশোরী। কিশােরীর বাড়ি কাথুলী এলাকায়। পরবর্তীতে ওই কিশােরীর মা বাদি হয়ে গত ২৫ জুন গাংনী থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। আটক মাহফুজ আলীকে গাংনী থানায় প্রেরণ করা হয়। অপহৃত কিশােরীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।