Home সারাদেশ সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিহত নাজমুল ইসলাম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) এবং তার আরোহী আরশ আলী (৩১)। নাজমুল ইসলাম উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে, আর আরশ আলী উমরপুর বাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে নাজমুল ইসলাম ও আরশ আলী মোটরসাইকেল নিয়ে গোয়ালাবাজার থেকে সিলেট যাচ্ছিলেন। ইলাশপুর এলাকায় আসলে পিছন থেকে আসা দ্রুতগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে নাজমুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত আরশ আলীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে তাজপুর বাজার এলাকায় আগুন ধরিয়ে দেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।