বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ও সুইজারল্যান্ডের নাগরিক মাইক রিখটারের সংসার নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে। ২০১৭ সালে গোপনে বিয়ে করা এ দম্পতি দীর্ঘদিন মিডিয়ার চোখের আড়ালে ছিলেন। ২০২০ সালে মোনালি নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তবে বিয়ের অষ্টম বছরে এসে তাদের সম্পর্ক ভাঙনের মুখে—এমন ধারণা দিচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংকেত
বর্তমানে সেলিব্রিটি দাম্পত্য সংকটের অন্যতম সূচক হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মোনালি ঠাকুর সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী মাইক রিখটারকে আনফলো করেছেন। একইভাবে মাইকও মোনালিকে আনফলো করার পাশাপাশি নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলেছেন। অনুরাগীরা এটিকে দাম্পত্য অস্থিরতার ‘ডিজিটাল সংকেত’ হিসেবে ব্যাখ্যা করছেন। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ বা আলাদা থাকার কথা বলেননি।
দূরত্বের বিয়ের বাস্তবতা
মোনালি পেশাগত কারণে অধিকাংশ সময় ভারতে থাকেন, আর মাইক মূলত থাকেন সুইজারল্যান্ডে। দীর্ঘদিনের এই দূরত্ব দাম্পত্য জীবনে স্বাভাবিকভাবেই টানাপোড়েন তৈরি করেছে বলে মনে করছেন ঘনিষ্ঠ মহল। অনেক বিশেষজ্ঞের মতে, দূরত্বের বিয়ে যখন সেলিব্রিটি জীবনের ব্যস্ততার সাথে মিশে যায়, তখন সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখা কঠিন হয়ে ওঠে।
গোপনীয়তা থেকে প্রকাশ্যে আসা
তাদের সম্পর্কের শুরু থেকেই গোপনীয়তা বজায় রাখা হয়েছে। ২০১৭ সালের বিয়ের খবর তিন বছর পর প্রকাশিত হয়। একসময় এই গোপনীয়তাই ছিল তাদের সম্পর্কের বিশেষত্ব, কিন্তু সময়ের সঙ্গে সেটিই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে গোপনীয়তা বজায় রাখা কঠিন—এবং এক্ষেত্রে সেটিই তাদের জন্য চাপ তৈরি করেছে।
সেলিব্রিটি জীবনের চাপ
সেলিব্রিটি দম্পতিদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল থাকে ভক্তদের। যেকোনো ছোট্ট পরিবর্তনও বড় ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। মোনালির ক্ষেত্রে ইনস্টাগ্রামে একটি আনফলোই বিচ্ছেদের গুঞ্জন ছড়াতে যথেষ্ট হয়েছে। অনেক সময় এই জনচাপ সম্পর্ককে আরও অস্থিতিশীল করে তোলে।
সামনে কী?
এখনও পর্যন্ত মোনালি বা মাইক কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ভাঙনের ঘোষণা দেননি। ফলে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তারা সত্যিই আলাদা হচ্ছেন নাকি সাময়িক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, তাদের সম্পর্কের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটছে।