বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঋণখেলাপের অভিযোগে দায়ের করা তিনটি ব্যাংকের আপিল খারিজ করে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
এর আগে মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছিল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং যমুনা ব্যাংক।
ইসি সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের সরাসরি ঋণগ্রহীতা ছিলেন এবং বাকি দুটি ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি জামিনদার হিসেবে যুক্ত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংকগুলোর করা এই আবেদনের ওপর আজ বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন ব্যাংকগুলোর দাবি নাকচ করে দিয়ে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের করা আপিল নিষ্পত্তির জন্য গত ১০ জানুয়ারি থেকে ‘ইলেক্টোরাল আপিল ট্রাইব্যুনাল’ হিসেবে কার্যক্রম শুরু করেছে কমিশন।
আজকের শুনানিতে সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট ব্যাংক ও প্রার্থীর আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।