বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌনি রায় আবারও কটাক্ষের শিকার হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি নাকি একাধিক প্লাস্টিক সার্জারি করেছেন—এমন অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। কেউ কেউ তার পুরো শরীরকেই “প্লাস্টিকের তৈরি” বলে বিদ্রূপ করেছেন। তবে এবার মুখ খুলে সরাসরি জবাব দিলেন অভিনেত্রী।
শুক্রবার (২২ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মৌনি। ছবিগুলো পোস্ট হওয়ার পরই ভক্তদের মন্তব্যের ঘরে শুরু হয় সমালোচনা। অনেকে লিখেছেন, সার্জারির কারণে তিনি আর আগের মতো নেই; বরং কৃত্রিম ও কুৎসিত দেখাচ্ছে তাকে। এক নেটিজেন মন্তব্য করেন, “প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়।”
এই ধরনের মন্তব্যের জবাবে মৌনি পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ।”
এ প্রথম নয়, এর আগেও মৌনি রায়ের চেহারা নিয়ে ট্রল হয়েছিল। বিশেষ করে তার অভিনীত ‘ভূতনী’ ছবির ট্রেলার প্রকাশের সময় নেটিজেনরা চোখের পাশে ফোলা ভাব দেখে নানা মন্তব্য করেছিলেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনা নিয়ে মৌনি বলেন, “কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।”