তরমুজ, আনারস, পেঁপে, কলা, ভাঙ্গি, বেল এ সময়ের বেশ জনপ্রিয় রসালো ফল। গতবার রোজায় লিচু থাকলেও এবার জনপ্রিয় এ ফলটির দেখা মিলবে না।
প্রতিটি ভাঙ্গীর দাম আকার অনুযায়ী ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। মাটিরাঙ্গায় যে সব ভাঙ্গি বিক্রি করা হয় সব নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে অত্র এলাকার ফল ব্যাবসায়ীরা পাইকারি দরে ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করে থাকেন প্রতিটি ফলে তারা অল্প ব্যাবসা করেন বলে জানান, মাটিরাঙ্গা বাজারের বাঙ্গী ব্যাবসায়ী মো: জামাল হোসেন। তিনি আরো বলেন, আমি সারাবছর সিজনাল বিভিন্ন ফলের ব্যাবসা করে থাকি সব ফলে সমানভাবে ব্যাবসা করা যায় না। মাঝে মধ্যে ফল ব্যাবসায় লস গুনতে হয় আমাকে, লাভ ও হয় অনেক ফলে। ফল ব্যাবসা করে ছেলেমেয়েদের লেখাপড়া বিবাহ পারিবারিক ব্যায় নির্বাহ শেষে ছয় জনের সংসার কোনমতে চলছে।
সুস্বাদু খাবার হওয়ার পাশাপাশি পেঁপের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তাই বিশেষজ্ঞরা একে ‘সুপারফুড’ হিসেবেও আখ্যায়িত করে থাকেন। শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি, পেটের সমস্যা দূর করতে, গ্যাস্ট্রিক এবং বদহজমেও অনেক উপকারী। পাশাপাশি রোজাদারদের জন্য পেঁপে খুবি জনপ্রিয় একটি ফল।