বিনোদন ডেস্ক:
বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত বিষয় হলো—অভিনেতা ধানুশ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুর কি সত্যি বিয়ে করতে চলেছেন? বেশ কিছু অখ্যাত পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দাবি করা হয় যে, তারা একে অপরের ডেট করছেন এবং খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন।
গুঞ্জনের সূত্রপাত হয় যখন ধানুশ এবং ম্রুণালকে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে একসাথে দেখা যায়। এরপরই নেটিজেনরা জল্পনা শুরু করেন যে, ‘সীতা রামম’ খ্যাত ম্রুণাল এবং ‘অসুরন’ তারকা ধানুশের মধ্যে পর্দার বাইরেও কোনো রসায়ন তৈরি হয়েছে। বিশেষ করে ধানুশের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর এই খবরটি ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এই জল্পনা যখন তুঙ্গে, তখন ম্রুণাল ঠাকুর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। তিনি সরাসরি কোনো সংবাদ সম্মেলন না করলেও, তার পোস্টটি ছিল বেশ অর্থবহ।
পোস্টের সারমর্ম: ম্রুণাল একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ইন্টারনেটে নিজের সম্পর্কে এমন সব খবর পড়ছি যা আমি নিজেই জানতাম না! গুজব সবসময়ই বিনোদনদায়ক হয়, কিন্তু সত্য তার চেয়েও অনেক বেশি শান্ত।”
বিচলিত নন ম্রুণাল: তার এই পোস্টে স্পষ্ট যে, তিনি এই ধরণের ভিত্তিহীন খবরে মোটেও কান দিচ্ছেন না। বরং তিনি এগুলোকে স্রেফ ‘বিনোদনের খোরাক’ হিসেবেই দেখছেন।
ধানুশের অবস্থান
অন্যদিকে, অভিনেতা ধানুশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ধানুশ বরাবরই তার ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্রগুলোর শুটিং এবং পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ম্রুণাল এবং ধানুশ একে অপরের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা কেবল ভালো বন্ধু ও সহকর্মী। বিয়ের খবরটিকে ম্রুণালের ঘনিষ্ঠ মহল থেকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ম্রুণাল বর্তমানে তার হাতে থাকা বেশ কয়েকটি বড় প্রজেক্টের কাজে মনোযোগ দিচ্ছেন।










