বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লক্ষ্মীপুর: রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে দারুণ সাফল্য অর্জন করেছেন। শুধু তাই নয়, তারা দু’জনেই কুরআনের হাফেজা। তাদের এমন সাফল্যে মা-বাবা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে।
আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ কন্যা। তাদের বাবা বর্তমানে সৌদি আরবে প্রবাসে কর্মরত। এজন্য ছোটবেলা থেকেই তারা মা সালমা আক্তারের সঙ্গে রায়পুর পৌরসভার একটি ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে আসছেন।
দুই বোন চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের বয়স এখন ১৮ বছর। জানা গেছে, মাত্র দেড় বছরে তারা পুরো কুরআন শরিফ মুখস্ত করেছেন। কুরআনের হিফজ সম্পন্ন করেন তাদের চাচা হাফেজ মশিউরের তত্ত্বাবধানে।
কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, “আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ছাত্রী। তারা নিয়মিত ক্লাস করতো এবং পড়াশোনায় মনোযোগী ছিল। যে কোনো বিষয় দ্রুত বুঝে নিতে পারত।”
আরিফা ও আবিদার মা সালমা আক্তার বলেন, “আমার মেয়েদের এমন ফলাফল আমাকে গর্বিত করেছে। তারা ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষায় একসঙ্গে ভালো করছে—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”
স্থানীয়রা বলছেন, এই দুই যমজ বোনের সাফল্য এলাকায় অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।