Home Second Lead বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত যুবদল কর্মী মারা গেছেন

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত যুবদল কর্মী মারা গেছেন

জিহাদুর রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ও ছুরিকাহত যুবদল কর্মী জিহাদুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিহাদুর রহমান জিহাদ খুলশী থানা যুবদলের কর্মী ছিলেন। খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ‘মারামারিতে জিহাদের পায়ে গুলি লেগেছিল। তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় মামলা করা হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’

গত ২১ মার্চ নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে দুইজন গুলিবিদ্ধ ও দুইজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা বলছেন, বিএনপি নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পরে খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়।