Home চট্টগ্রাম চবি শিক্ষার্থী নিহত, হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

চবি শিক্ষার্থী নিহত, হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

শামীম মাকসুদ খান জয়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শামীম মাকসুদ খান জয় (২৬) নামে এক শিক্ষার্থীর লাশ রবিবার সন্ধ্যায় নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় কাশবনের ভেতর উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তার লাশ হাতে-পায়ে রগ কাটা অবস্থায় পড়ে ছিল। চোখের সামনে এই দৃশ্য নরকের মতো, রক্তে লালাভ হয়ে থাকা পেছনের পাতা, ছিন্নমূর্তি হাত-পা এবং শরীরের বিভিন্ন অংশে খণ্ডিত চিহ্ন, পাশাপাশি নিঃসঙ্গ কাশবনের অন্ধকার এই হত্যাকাণ্ডের নৃশংসতা আরও প্রকট করেছে।

বরিশাল জেলার বড়পোল এলাকার এই যুবক তার পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। তিনি ঢাকা থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে চবি-তে মাস্টার্সে ভর্তি ছিলেন। পরিচিতদের কথায়, জয় ছিলেন শান্ত, মেধাবী এবং প্রাণবান। কিন্তু রবিবারের দুপুরে সেই প্রাণযাত্রা হঠাৎই নৃশংসভাবে থেমে যায়।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম জানিয়েছেন, বিকেল ৩টার দিকে স্থানীয়রা কাশবনের মধ্যে এক ভীতিকর দৃশ্য দেখতে পান। শরীর ঝুলে থাকা নয়, বরং মাটিতে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। হাতে-পায়ের রগ কাটা, শরীরের বিভিন্ন অংশে চরমভাবে আঘাতের চিহ্ন। স্থানীয়রা চিৎকার করতে করতে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম বেলা ১২টার দিকে বাসা থেকে বের হন। তার মোবাইলে এক কল এসেছিল। মাকে জানিয়েছিলেন, সাক্ষাৎ করতে যাচ্ছেন এবং চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে, তার শেষ দেখা হবে না, আর কিছু ঘণ্টার মধ্যেই তার জীবন নৃশংসভাবে শেষ হয়ে যাবে।

শহরের শিক্ষাজগত এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই হত্যাকাণ্ড আতঙ্ক এবং ভয়ঙ্কর শোকের ছাপ ফেলেছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং ধারণা করছে এটি একটি পরিকল্পিত, পূর্বনির্ধারিত হত্যাকাণ্ড।