বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কপূর এখন এক নতুন অধ্যায়ে। এক সময়ের ‘ক্যাসানোভা’ ইমেজ, নিয়মিত গোমাংস ও মদ্যপানের সঙ্গে পরিচিত রণবীর এখন সম্পূর্ণ বদলে গেছেন। তিনি নিজেই জানিয়েছেন, জীবনের এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ তার কন্যা ও স্ত্রী।
‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করতে গিয়ে রণবীর আমিষ ত্যাগ করেছেন। ধূমপান ও মদ্যপানও ছেড়ে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এখন আমার মন শুধু আমার কন্যা ও স্ত্রীর উপরে। কন্যার সঙ্গে কীভাবে সময় কাটানো যায়, সেই দিকে আমার নজর। জীবনযাপনে বহু বদল এনেছি। ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছি। আমি এখন নিয়মিত ধ্যান ও যোগাভ্যাস করি। ৪০ বছর বয়স হওয়ার পর থেকে এই পরিবর্তনগুলি শুরু করেছি। আমার উদ্দেশ্য সুস্থ থাকা এবং সন্তানের সঙ্গে মানসম্মত সময় কাটানো।”
রণবীরের এই পরিবর্তন তার অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। যদিও একসময় তিনি গোমাংস খেতেন বলে কটাক্ষের শিকার হয়েছেন। ২০১১ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি।” তখন অনেকেই মজা করতেন, ‘গোমাংস খেয়ে কি রামের চরিত্রে অভিনয় সম্ভব?’
তবে এখন তার অনুরাগীরা আশাবাদী যে, রণবীর রামের চরিত্রেও অভিনয় দিয়ে মুগ্ধ করবেন।