Home বিনোদন রণবীর ও আলিয়ার নতুন বাড়ির ফুটেজে তুমুল বিতর্ক

রণবীর ও আলিয়ার নতুন বাড়ির ফুটেজে তুমুল বিতর্ক

আলিয়া ভাট ও পায়েল
বিনোদন ডেস্ক: রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাসভবনের কাজে শেষ দফার ব্যস্ততা চলছে। রং, কারুকাজ, বাগান সবকিছু মিলিয়ে একটি স্বপ্নের ঠিকানা গড়ে উঠছে ধীরে ধীরে। এদিকে সামাজিক মাধ্যমে হঠাৎ ভেসে উঠেছে নির্মাণাধীন অংশের একটি দৃশ্যচিত্রখণ্ড। কয়েক সেকেন্ডের সেই ফুটেজ মুহূর্তেই নানান প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়, আলাপ বাড়ে কৌতূহল থেকে উদ্বেগে।

ফুটেজ ভাইরাল হওয়ার পর আলিয়া নিজের পাতায় স্পষ্ট বক্তব্য রেখেছেন। অনুমতি ছাড়া ব্যক্তিগত পরিসরের ছবি বা চলচিত্র ধারণ ও প্রচারকে তিনি বলেছেন গোপনীয়তার সরাসরি লঙ্ঘন, একইসঙ্গে নিরাপত্তার ঝুঁকি। পরিবারের আবাস নিয়ে অনাহুত নজর তাঁর দৃষ্টিতে নিতান্তই অগ্রহণযোগ্য। একজন জনমানুষের জীবন নিয়েও ন্যূনতম দেওয়াল দরকার এই সুরই শোনা গেল তাঁর কথায়।

বিতর্কের বিপরীত প্রান্তে মত দিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী পায়েল রোহাতগি। তাঁর বক্তব্য, জনপথের দিক থেকে ধরা পড়া দৃশ্য থামানো কঠিন। প্রয়োজনে বাড়তি পর্যবেক্ষণ ক্যামেরা বা নিরাপত্তা ব্যবস্থা নেয়া যেতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাস্তবতার সঙ্গে যুক্তি মিলিয়ে এগোনো উচিত।

এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে প্রশ্নটি আরও বড় হয়ে ওঠে। তারকার ব্যক্তিজীবনের সীমানা কোথায় টানা যায়, ভক্তদের কৌতূহল কত দূর পর্যন্ত গ্রহণযোগ্য থাকে, আর গণমাধ্যমের দায়িত্ব কোন বিন্দুতে সাবধানতার দিকে ঝুঁকতে বাধ্য—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দর্শক হিসাবে অনেকে বলছেন, প্রিয় তারকার ঘরের ভিতরকার ফাঁকফোকর দেখার ইচ্ছে থাকলেও পরিবারের নিরাপত্তা ও শান্তি আগে। আবার কেউ মনে করেন, বহুতল নগরের আকাশরেখায় উঠে আসা বিশাল বাড়ির বাইরের চেহারা দেখা নিষিদ্ধ ভাবা চলে না।

রণবীর ও আলিয়া জনপ্রিয়তা ও আলোচনার কেন্দ্রবিন্দু। ছবি মুক্তির মৌসুমে যেমন, ব্যক্তিগত খবর নিয়েও তেমন। নতুন বাসভবন ঘিরে নির্মাণের ধাপ, অভ্যন্তরীণ সাজসজ্জা, শিশুটির খেলার জায়গা কেমন হবে—এ ধরনের প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মধ্যে। তবু সাবধানতার দরকারটি স্পষ্ট। নির্মাণস্থলের যে কোনও ছবি নিরাপত্তার নকশা, প্রবেশপথ, এমনকি পরিবারের রুটিন আন্দাজ করিয়ে দিতে পারে এই আশঙ্কা অমূলক নয়। তাই অনুমতি, সীমারেখা ও সংবেদনশীলতা তিনটি শব্দ এখন আলোচনার কেন্দ্রে।

অনলাইনে আলোচনার ভিড়ে আরেক ধরনের সুরও স্পষ্ট। দায়িত্বশীল দর্শক ও সংবাদমাধ্যমের ভূমিকা। নন্দনচর্চা, স্থাপত্যরুচি বা জীবনধারার খবর উপস্থাপন করা যাবে। তবু ব্যক্তিগত নিরাপত্তা ও শোভনের সীমা লঙ্ঘন না করে। একটি দৃশ্যচিত্র ভাইরাল হওয়ার তাড়ায় সীমানা যেন নড়বড়ে না হয়ে যায় এই সতর্কবার্তাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকে।

শেষ পর্যন্ত প্রশ্নটি থেকে যায় নতুন ঘরের দরজায় কড়া নাড়বে কোন সিদ্ধান্ত। বাড়ির কাজ শেষ হলে গৃহপ্রবেশের আনন্দ নিশ্চিতই হবে। তবে ব্যক্তিগত গোপনীয়তার তালা আর সামাজিক কৌতূহলের চাবি দুটি মিল খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় কাজ।