Home সারাদেশ কলাবাগানের রহস্যঘেরা ফ্রিজ, ভিতরে তাসলিমার নিথর দেহ

কলাবাগানের রহস্যঘেরা ফ্রিজ, ভিতরে তাসলিমার নিথর দেহ

ছবি: এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর কলাবাগানে এক নারীর মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম তাসলিমা আক্তার, বয়স ৪২ বছর। সোমবার রাতে কলাবাগান ফার্স্ট লেনের একটি বাসায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে ফ্রিজে লুকিয়ে রাখা হয়।

পুলিশ জানায়, তাসলিমা আক্তারের স্বামী নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কলাবাগান থানার ওসি শওকত হাসান বলেন, “আমরা বাসায় গিয়ে দেখেছি, ফ্রিজের ভিতরে কাপড়ে মোড়ানো অবস্থায় নারীর মরদেহ রাখা ছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।”

ঘটনার সময় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর নজরুল ইসলাম তার তিন মেয়েকে (বয়স ১৯, ১১ ও ৫ বছর) নিয়ে শ্বশুরবাড়িতে যায়। সেখানে সে মেয়েদের জানায়, তাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছেন। এতে সন্দেহ হলে পরিবার কলাবাগানের বাসায় যোগাযোগ করে। ফোনে যোগাযোগ না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তালা ভেঙে ফ্রিজ খুলে মরদেহ উদ্ধার করে।

তাসলিমার ছোট ভাই জানান, “আমার বোন খুব শান্ত স্বভাবের মানুষ ছিল। দুলাভাই নজরুলের সঙ্গে তার সম্পর্ক কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। কয়েকবার বোন কাঁদতে কাঁদতে ফোনে বলেছিল, সংসারে শান্তি নেই।”

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাসলিমার শরীরে আঘাতের চিহ্ন ও শ্বাসরোধের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পর কলাবাগান এলাকায় নেমে এসেছে আতঙ্ক। প্রতিবেশীরা বলছেন, নজরুল ও তাসলিমার মধ্যে মাঝে মাঝেই ঝগড়া শোনা যেত, তবে এমন ভয়াবহ ঘটনার কথা কেউ ভাবেননি।

পুলিশ নজরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। কলাবাগান থানার ওসি জানান, “ঘটনাটি খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি। হত্যার পেছনের উদ্দেশ্য ও সহযোগীদের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।