Home Second Lead রাকসু নির্বাচন আজ: উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাকসু নির্বাচন আজ: উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এটি বিশ্ববিদ্যালয়ের ১৫তম রাকসু নির্বাচন। ১৯৬২ সালে প্রথমবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।

দীর্ঘ বিরতির পর এ নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন উৎসবমুখর। শিক্ষার্থী, প্রার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাই উচ্ছ্বসিত। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯০৯টি বুথে। ভোট শেষে ১৭ ঘণ্টার মধ্যে ওএমআর মেশিনে গণনার পর ফল ঘোষণা করা হবে।

রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৯৭ জন এবং সিনেটের ৫টি ছাত্র প্রতিনিধি পদের জন্য ৫৮ জনসহ মোট ৮৬০ জন প্রার্থী এবার ভোটযুদ্ধে রয়েছেন—যা রাকসুর ইতিহাসে সর্বাধিক।

ভোটের প্রতিদ্বন্দ্বিতা ও প্যানেলসমূহ

এবারের নির্বাচনে মূল লড়াই হবে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ এবং ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মধ্যে। এছাড়া অংশ নিচ্ছে আরও ছয়টি প্যানেল—
১. রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশন নেতৃত্বে)
২. আধিপত্যবিরোধী ঐক্য
৩. গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ (বাম জোট)
৪. অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪ (ছাত্র ইউনিয়ন একাংশ)
৫. সর্বজনীন শিক্ষার্থী সংসদ
৬. সচেতন শিক্ষার্থী পরিষদ (ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত)

গুরুত্বপূর্ণ প্রার্থীরা

ভিপি পদে ১৮ জন প্রার্থী রয়েছেন। আলোচনায় আছেন ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীর, শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ, বামপন্থি ফুয়াদ রাতুল, ‘র‌্যাডিক্যাল চেঞ্জ’-এর মেহেদী মারুফ এবং রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান।

জিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাফিউল ইসলাম জীবন (ছাত্রদল), ফজলে রাব্বি ফাহিম রেজা (শিবির), কাউছার আহম্মেদ (বাম জোট), সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য), এবং নুসরাত জাহান নুপুর (স্বতন্ত্র)।

ভোটার ও সময়সূচি

নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন, এর মধ্যে পুরুষ ৬১% ও নারী ৩৯%। ৯,২৫১ জন আবাসিক এবং ১৯,৬৫০ জন অনাবাসিক শিক্ষার্থী।
প্রতিটি ভোটার ৪৩টি পদে ভোট দেবেন। প্রতিটি ভোটের জন্য গড়ে ১৪ সেকেন্ড সময় বরাদ্দ, ফলে একজন ভোটার সর্বোচ্চ ১০ মিনিট বুথে অবস্থান করতে পারবেন।

কঠোর নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ

ভোটের সুষ্ঠুতা নিশ্চিতে গড়ে তোলা হয়েছে তিনস্তরের নিরাপত্তা বলয়। ক্যাম্পাসে নিয়োজিত থাকছে ২,৩০০ জন পুলিশ, ৬ প্লাটুন বিজিবি১২ প্লাটুন র‌্যাব সদস্য।
বিশ্ববিদ্যালয়ের সাতটি গেট খোলা থাকবে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ও ভোটারদের জন্য। মোটরসাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে। গণমাধ্যমকর্মীরা বিশেষ পাশ নিয়ে প্রবেশ করবেন।

জালিয়াতি ঠেকাতে ত্রিমাত্রিক নিরাপত্তা

নির্বাচন কমিশনের দাবি, ভোটে কোনো জালিয়াতির সুযোগ নেই। ভোটাররা তিন স্তরের যাচাই শেষে ভোট দেবেন। প্রতিটি ভোটারের ইউনিক আইডি, ছবিযুক্ত তালিকা ও গোপন কিউআর কোডের মাধ্যমে যাচাই করা হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন,“আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই বিতর্কিত পরিস্থিতি হতে দেওয়া হবে না।”

ফল প্রস্তুতিতে বিশেষজ্ঞ কমিটি

ভোটের ফলাফল প্রস্তুত ও যাচাইয়ে গঠন করা হয়েছে ৪৩ সদস্যবিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটি। ভোট শেষের পর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে ১৭ ঘণ্টার মধ্যে।

রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে এখন প্রাণচাঞ্চল্যের হাওয়া। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় ফিরে আসায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিটিএ:
👉 রাকসু নির্বাচনের ভোট ও ফলাফল আপডেট জানতে থাকুন বিজনেসটুডে২৪–এর সঙ্গে।