Home বিনোদন রাকুলের নামে প্রতারণা, সতর্কবার্তা দিলেন অভিনেত্রী

রাকুলের নামে প্রতারণা, সতর্কবার্তা দিলেন অভিনেত্রী

রাকুল প্রীত

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চলছে অভিনব প্রতারণা। বিষয়টি নজরে আসার পরই ভক্তদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী। সোমবার (২৪ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (সাবেক টুইটার) বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে তিনি এই প্রতারণার বিষয়ে সবাইকে সাবধান করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি রাকুলের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট করছে এবং নিজেকে অভিনেত্রী হিসেবে দাবি করছে। বিষয়টি নজরে আসতেই কালক্ষেপণ না করে ভক্তদের সতর্ক করেন ‘দে দে পেয়ার দে’ খ্যাত এই তারকা।

শেয়ার করা পোস্টে রাকুল লিখেছেন, ‘সবাই শুনুন… আমার নজরে এসেছে যে, কেউ হোয়াটসঅ্যাপে আমার পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে চ্যাট করছে। দয়া করে খেয়াল করুন—এটি আমার নম্বর নয়। দয়া করে কোনো অচেনা কথোপকথনে যুক্ত হবেন না।’ তিনি ভক্তদের অনুরোধ করেন, ওই নম্বর থেকে কোনো বার্তা এলে তাতে সাড়া না দিয়ে অবিলম্বে নম্বরটি ব্লক করে দিতে।

তারকাদের নাম ভাঙিয়ে এমন প্রতারণার ঘটনা বলিউডে নতুন নয়। রাকুলের আগে অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং শ্রিয়া সারনও একই ধরনের বিড়ম্বনার শিকার হয়েছিলেন। তারাও সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এদিকে, ব্যক্তিগত বিড়ম্বনার বাইরে পেশাগত জীবনে দারুণ সময় কাটাচ্ছেন রাকুল। গত ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দে দে পেয়ার দে ২’। অশুল শর্মা পরিচালিত এই ছবিতে রাকুলের বিপরীতে রয়েছেন অজয় দেবগন। এছাড়া আরও অভিনয় করেছেন মিজান জাফরি ও ঈশিতা দত্ত। বক্স অফিসে সিনেমাটি ইতিমধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেত্রী ভক্তদের ভালোবাসা ধরে রাখার পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও যে সচেতন, তার প্রমাণ মিলল এই ত্বরিত পদক্ষেপে।

লাইক দিন 👍, শেয়ার করুন 🔁, এবং মন্তব্যে জানান আপনার মতামত!