বিনোদন ডেস্ক: বলিউডের পরিচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি নিজের নতুন গান ‘জরূরাত’–এর প্রচার অনুষ্ঠানে উর্বশী রাউতেলার সঙ্গে তুলনা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। তিনি জানান, “আমার তুলনা শাকিরা, জেনিফার লোপেজ বা কিম কার্দাশিয়ানের সঙ্গে করুন, উর্বশীর সঙ্গে নয়। আমি তাদের মতো মিথ্যা বলি না।”
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাখি সাওয়ান্ত অনুষ্ঠানে শুধু গান প্রচারই করেননি, সঙ্গে সঙ্গে নিজের দামী গহনার প্রদর্শনী–ও করেছেন। অনুষ্ঠানে রাকী সাওয়ন্ত লেহেঙ্গা চোলি–তে উপস্থিত ছিলেন, সঙ্গে সোনালী হেডপিস এবং ঝকঝকে

রূপের রূপালী নেকলেস। অভিনেত্রী দাবি করেছেন, হেডপিসের মূল্য ৫০ কোটি এবং নেকলেসের মূল্য ২০ কোটি ভারতীয় টাকা, যার ফলে তাঁর মোট গহনার মূল্য ৭০ কোটি টাকা।
প্রচারের সময় রাকী সাওয়ান্ত উর্বশী রাউতেলার সঙ্গে তুলনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “উর্বশী রাউতেলার সঙ্গে আমাকে তুলনা করা ঠিক নয়। বরং আমার তুলনা ব্রিটনি স্পিয়ারস, জেনিফার লোপেজ, শাকিরা, পারিস হিলটন বা কিম কার্দাশিয়ানের সঙ্গে করুন।” তিনি আরও উল্লেখ করেন, “উর্বশী রাউতেলার গান ‘অবিডি ডাবিডি’ কিন্তু সেটি শেষ পর্যন্ত ‘ডাবিডি ডাবিডি’–এ পরিণত হয়েছে।”
অনুষ্ঠানের মাঝে হঠাৎ লাইট চলে গেলে রাকী সাওয়ান্ত তাৎক্ষণিকভাবে আড্ডা মিশিয়ে বলেছিলেন, “গান কি এতটা অভাগা ছিল?”—যা উপস্থিত সকলকে হাস্যরসে ভরিয়ে দিয়েছিল।
প্রসঙ্গত, উর্বশী রাউতেলাকে সাধারণত সোশ্যাল মিডিয়ায় তার দামী পোশাক ও গহনার প্রদর্শনের জন্য পরিচিতি আছে। চলতি বছরের জানুয়ারিতে নিজের চলচ্চিত্র ‘ডাকু মহারাজ’–এর প্রচার ইন্টারভিউতে সাইফ আলি খানকে সম্বোধন করে হীরের ঘড়ি দেখানোয় ট্রোল হয়েছিলেন, আর ২০২৪ সালে নিজের জন্মদিনে ২৪ ক্যারাট সোনার কেক কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
রাখির নতুন গান ‘জরূরাত’–টি রোমান্টিক ধাঁচের, গানটি সাইফ আলি গেয়েছেন এবং কম্পোজ করেছেন। গানের কথা লিখেছেন আয়ুষ। এই গানে রাখি সাওয়ান্ত শহবাজ খানের সঙ্গে রোমান্স নজর কেড়েছেন।
বিনোদন দুনিয়ায় এই ঘটনার মাধ্যমে রাখি সাওয়ান্ত আবারও প্রমাণ করলেন, তিনি নিজের মতামত প্রকাশে কখনো ভয় পান না এবং নিজের স্টাইল ও দামী গহনাগুলো দেখাতে আনন্দ পান।










