Home First Lead জুলাই গণহত্যায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা

জুলাই গণহত্যায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধে দায় স্বীকার করে তিনি রাজসাক্ষী হতে রাজি হওয়ায় এই সিদ্ধান্ত নেয় আদালত।

শনিবার ট্রাইব্যুনালের আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়, যদিও আদেশটি দেওয়া হয়েছিল গত ১০ জুলাই। আদেশে বলা হয়, মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৩(২)(ক), ৩(২)(ছ), ৩(২)(জ), ৪(১), ৪(২), ও ৪(৩) অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। একই মামলায় অপর দুই অভিযুক্ত হলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল, যাদের বিরুদ্ধে একই ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। তবে তারা বর্তমানে পলাতক।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, অভিযুক্ত চৌধুরী মামুন আদালতে দোষ স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি ঘটনাসংশ্লিষ্ট সব ব্যক্তি ও পরিস্থিতি প্রধান হোক বা সহায়তাকারী সম্পর্কে সত্য প্রকাশ করতে প্রস্তুত। তার আইনজীবী জায়েদ বিন আমজাদ ট্রাইব্যুনালের কাছে অনুরোধ করেন যেন তার মক্কেলকে রাজসাক্ষী হিসেবে ক্ষমা দেওয়া হয়। প্রসিকিউশনও এ প্রস্তাবে সম্মতি জানায়, এ শর্তে যে মামুন সম্পূর্ণ ও নিরপেক্ষভাবে অপরাধঘটিত তথ্য প্রকাশ করবেন।

আদালত মনে করে, তার স্বীকারোক্তি বিচার প্রক্রিয়ায় সহায়ক হবে এবং বিচারকার্যকে গতিশীল করবে। তাই শর্তসাপেক্ষে তাকে ক্ষমা করা হয়েছে। পাশাপাশি তাকে বিচারে সাক্ষী হিসেবে জেরা করার জন্য পরবর্তী সময়ে আদালতে হাজির করা হবে।

তবে নিরাপত্তার স্বার্থে আদালত নির্দেশ দিয়েছেন, মামুনকে যেন অন্যান্য বন্দিদের সঙ্গে না রাখা হয়। কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুলাই আদালতে দাঁড়িয়ে সাবেক আইজিপি বলেন, “জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি এবং আদালতকে পূর্ণ সহযোগিতা করতে চাই।”

আদালতের আদেশে বলা হয়েছে, তিনি যদি আদালতের কাছে প্রমাণিত সত্য তথ্য তুলে ধরেন এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা অব্যাহত রাখেন, তবে এ ক্ষমা বহাল থাকবে। অন্যথায় এটি বাতিলযোগ্য।