বিনোদন ডেস্ক:
‘পাঠান’-এর ঐতিহাসিক সাফল্যের পর আবারও পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁদের নতুন অ্যাকশন-থ্রিলার ‘কিং’ ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, শাহরুখ কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও অভয় বর্মা। তবে এসব তারকার ভিড়ে হঠাৎ করেই সামনে এসেছে এক নতুন নাম, যা সিনেমাপ্রেমীদের নস্টালজিয়ায় ভরিয়ে তুলেছে রানি মুখার্জি।
জানা গেছে, ‘কিং’-এ রানি মুখার্জিকে দেখা যাবে এক অত্যন্ত আবেগঘন চরিত্রে। তিনি পর্দায় হবেন সুহানা খানের মা। এক সূত্রের মতে, চরিত্রটি ছবির আবেগের কেন্দ্রবিন্দু এবং কাহিনির গুরুত্বপূর্ণ বাঁককে ঘিরেই আবর্তিত হবে। মাত্র পাঁচ দিনের শুটিং শিডিউল হলেও, চরিত্রটির গভীরতা এতটাই, যা শাহরুখের এক নির্মম খুনে চরিত্রকে আবেগের স্তরে নিয়ে যাবে।
বলিউডের ইতিহাসে শাহরুখ-রানির জুটি এক অবিস্মরণীয় অধ্যায়। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘কভি খুশি কভি গম’ থেকে শুরু করে ‘কভি আলবিদা না কহেনা’ প্রতিটি ছবিতে তাঁদের পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। সেই পুরনো মায়াবী যুগ যেন আবার ফিরছে ‘কিং’-এর হাত ধরে। বহু বছর পর এই দুই তারকার পুনর্মিলন চলচ্চিত্র জগতে এক বিশেষ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক নির্মম খুনে চরিত্রে, যিনি নানা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের অভিপ্রায় নিয়ে লড়বেন অভিষেক বচ্চনের বিপরীতে। সুহানার চরিত্র এবং রানির আবেগঘন মা-রূপ এই নির্মমতাকে প্রশ্নের মুখে ফেলবে এবং চরিত্রে মানসিক সংঘাতের মাত্রা বাড়াবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রানির চরিত্রই ছবির মানবিক অনুভূতির একমাত্র স্তম্ভ।
এই সিনেমার শুটিং শুরু হচ্ছে ২০ মে মুম্বইতে। তারপর ছবির আন্তর্জাতিক পর্যায়ের শুটিং হবে ইউরোপে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘কিং’। জানা গেছে, ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার লক্ষ্যেই নির্মিত হচ্ছে।
আরও এক চমকপ্রদ দিক হলো এটি শাহরুখ কন্যা সুহানা খানের বড়পর্দায় অভিষেক ছবি হতে পারে। তবে তাঁর চরিত্রটি নিয়ে নির্মাতারা এখনো মুখ খুলতে চাননি।
এতসব চমকের ভিড়ে স্পষ্টতই বোঝা যাচ্ছে, ‘কিং’ হতে যাচ্ছে বলিউডের আগামী দিনের অন্যতম আলোচিত ছবি। শাহরুখের অ্যাকশন, দীপিকার উপস্থিতি, সুহানার অভিষেক এবং রানির আবেগঘন প্রত্যাবর্তন—সব মিলিয়ে এই ছবির প্রতিটি মুহূর্তে থাকবে চমক, আবেগ এবং অ্যাকশন।