Home সারাদেশ রামগড় পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা

রামগড় পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা

মোঃ মাসুদ রানা, রামগড়:
খাগড়াছড়ির রামগড় পৌর শহরের টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ৭২ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। সভার সভাপতিত্বও তিনি করেন।

অনুষ্ঠানের শুরুতে পৌরসভার হিসাব রক্ষক মো. শাহ আলম ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও ব্যয় কাঠামো উপস্থাপন করেন। বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, বিদ্যুৎ, আইসিটি, সংস্থাপন ব্যয়, কর আদায়, জাতীয় দিবস উদ্যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, পানি শাখা, মার্কেট, যাত্রী ছাউনি এবং সড়ক-ড্রেন নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে মোট ৬৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভায় বক্তারা বলেন, রামগড় পৌর শহরের উন্নয়নে দীর্ঘমেয়াদি টেকসই প্রকল্প গ্রহণ ও সঠিক বাস্তবায়নই নাগরিক সুবিধা নিশ্চিতের মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রামগড় থানার অফিসার ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মো. মঈন উদ্দিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তানভির রহমান সিদ্দিকি, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।