মোঃমাসুদ রানা, রামগড়: খাগড়াছড়ি জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাত প্রথমবারের মতো রামগড় উপজেলা পরিদর্শন করেন। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী মোঃ শামীমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত তাঁর বক্তব্যে রামগড় উপজেলার উন্নয়নের জন্য তিনটি মূলনীতির ওপর জোর দেন। তিনি বলেন, “উন্নয়ন, সেবা ও শৃঙ্খলা—এই তিন মূলনীতিকে সামনে রেখে রামগড়কে এগিয়ে নিতে হবে। প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি জানান, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
সভায় রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক, রামগড় থানার এসআই রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ্, উপজেলা জামায়াত ইসলাম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাওলানা মোঃ হারুনুর রশীদ, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং জনভোগান্তি নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি উত্থাপন করেন। জেলা প্রশাসক উত্থাপিত সমস্যা ও দাবিগুলো মনোযোগ সহকারে পর্যালোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক রামগড়ের পাতাছড়ায় অবস্থিত খাগড়াছড়িতে একমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মোঃ মজিদ হোসেনের কবর জিয়ারত করেন। একইসঙ্গে তিনি শহীদ মজিদ হোসেনের পরিবারকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।










