বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়ে রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলা মনিরুল হাসান এবং সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরুল হাসান জানান, উচ্চ আদালত থেকে জামিনের কাগজাদি নিম্ন আদালতে পৌঁছে যাওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আকবরকে মুক্তি দেওয়া হয়েছে। আকবর গত ফেব্রুয়ারি থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ ছিলেন।
রায়হান হত্যা মামলা ২০২০ সালের ১০ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে সংঘটিত হয়। মধ্যরাতে তাকে ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়, যার ফলে পরদিন ১১ অক্টোবর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হানের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল, পুলিশের নির্যাতনেই রায়হানের মৃত্যু।
পুলিশি হেফাজতে মৃত্যুর এই মামলায় রায়হানের স্ত্রী ২০২০ সালের অক্টোবর মাসে মামলা করেন। পরে পিবিআই তদন্তে ফাঁড়িতে নির্যাতনের প্রমাণ পায়। মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।
পিবিআই ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে এসআই আকবর হোসেনকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্য আসামিদের মধ্যে আছেন সহকারী উপ-পরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন ও আকবরের আত্মীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।
রায়হানের পরিবারের পক্ষ থেকে জামিন পাওয়ার পর হতাশা প্রকাশ করা হয়েছে এবং তারা প্রধান আসামির দ্রুত দেশ ত্যাগের আশঙ্কা করছেন। অন্যদিকে, মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং শিগগিরই রায় ঘোষণা হওয়ার প্রস্তুতি চলছে।
এছাড়া, মামলার অন্য আসামি আশেক এলাহীরও শীঘ্রই জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আসামিরা বর্তমানে পলাতক, যাদের মধ্যে একজন আমেরিকায়, একজন ফ্রান্সে এবং দুজন মধ্যপ্রাচ্যে রয়েছেন বলে জানা গেছে।