Home আন্তর্জাতিক রিংয়ের বাইরে এক জীবন: চলে গেলেন রাহমান আলী

রিংয়ের বাইরে এক জীবন: চলে গেলেন রাহমান আলী

রাহমান আলী
বিজনেসটুডে২৪ ডেস্ক: কিংবদন্তি মুহাম্মদ আলীর ছোট ভাই এবং প্রাক্তন পেশাদার মুষ্টিযোদ্ধা , রাহমান আলী ৮২ বছর বয়সে মারা গেছেন। ১ আগস্ট লুইসভিল, কেনটাকিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে মুহাম্মদ আলী সেন্টার। মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে শেষকৃত্যের আয়োজন পরে জানানো হবে।
রাহমান আলীর জন্ম ১৮ জুলাই ১৯৪৩ সালে। নাম ছিল রুডলফ আর্নেট ক্লে। তিনি ছিলেন মুহাম্মদ আলীর একমাত্র ভাই এবং তাদের শৈশব কেটেছে লুইসভিলের পশ্চিম প্রান্তে। ভাইয়ের অনুপ্রেরণায় তিনিও বক্সিংয়ে যোগ দেন এবং ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে লড়াই করেন। তার ক্যারিয়ার ছিল সংক্ষিপ্ত কিন্তু সম্মানজনক। ১৪টি জয়, ৩টি পরাজয় এবং ১টি ড্র। তিনি প্রায়ই মুহাম্মদ আলীর সঙ্গে অনুশীলন করতেন এবং তার ক্যাম্পের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
এক সাক্ষাৎকারে রাহমান বলেছিলেন, “আমি নিজেও ভালো বক্সার ছিলাম, কিন্তু ভাইকে সাহায্য করতে গিয়ে নিজের ক্যারিয়ার ছোট করেছি।”
বাবার দুপাশে মুহাম্মদ আলী ও রাহমান আলী
রাহমান আলী লিখেছেন দুটি বই—“That’s Muhammad Ali’s Brother! My Life on the Undercard” (২০১৪) এবং “My Brother, Muhammad Ali – The Definitive Biography” (২০১৯)। এই বইগুলোতে তিনি মুহাম্মদ আলীর সঙ্গে কাটানো সময়, তাদের পারিবারিক জীবন এবং ভ্রাতৃত্বের গভীর সম্পর্ক তুলে ধরেছেন।
মুহাম্মদ আলী সেন্টারের প্রেসিডেন্ট ডেভোন হোল্ট বলেন, “মুহাম্মদের গল্প রাহমান ছাড়া অসম্পূর্ণ। তিনি ছিলেন ভাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক।”
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ সামাজিক মাধ্যমে লিখেছেন, “রাহমান আলী ছিলেন উদার, চিন্তাশীল, এবং সদয় একজন মানুষ। তার স্মৃতি আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।”
মুহাম্মদ আলীর কন্যা রাশিদা আলী বলেন, “আল্লাহ আমাদের হৃদয় শান্ত করুন এবং চাচা রাহমানকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন।”
রাহমান আলীর মৃত্যুতে মুষ্টিযুদ্ধ জগতে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ছিলেন শুধু একজন ভাই নয়, একজন ইতিহাসের অংশ, যিনি নীরবে গড়ে তুলেছেন এক কিংবদন্তির ভিত্তি।