বিজনেসটুডে২৪ ডেস্ক: কিংবদন্তি মুহাম্মদ আলীর ছোট ভাই এবং প্রাক্তন পেশাদার মুষ্টিযোদ্ধা , রাহমান আলী ৮২ বছর বয়সে মারা গেছেন। ১ আগস্ট লুইসভিল, কেনটাকিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে মুহাম্মদ আলী সেন্টার। মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে শেষকৃত্যের আয়োজন পরে জানানো হবে।
রাহমান আলীর জন্ম ১৮ জুলাই ১৯৪৩ সালে। নাম ছিল রুডলফ আর্নেট ক্লে। তিনি ছিলেন মুহাম্মদ আলীর একমাত্র ভাই এবং তাদের শৈশব কেটেছে লুইসভিলের পশ্চিম প্রান্তে। ভাইয়ের অনুপ্রেরণায় তিনিও বক্সিংয়ে যোগ দেন এবং ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে লড়াই করেন। তার ক্যারিয়ার ছিল সংক্ষিপ্ত কিন্তু সম্মানজনক। ১৪টি জয়, ৩টি পরাজয় এবং ১টি ড্র। তিনি প্রায়ই মুহাম্মদ আলীর সঙ্গে অনুশীলন করতেন এবং তার ক্যাম্পের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
এক সাক্ষাৎকারে রাহমান বলেছিলেন, “আমি নিজেও ভালো বক্সার ছিলাম, কিন্তু ভাইকে সাহায্য করতে গিয়ে নিজের ক্যারিয়ার ছোট করেছি।”
