Home Second Lead নির্বাচন ঘিরে স্বাস্থ্য খাতে ‘রেড অ্যালার্ট’

নির্বাচন ঘিরে স্বাস্থ্য খাতে ‘রেড অ্যালার্ট’

টানা ৬ দিন বিশেষ প্রস্তুতির নির্দেশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিনকে ‘নির্বাচনকালীন সময়’ হিসেবে বিবেচনা করে দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরুরি প্রস্তুতির আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, এই ছয় দিন চিকিৎসা সেবায় কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। পরিস্থিতি সামাল দিতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিশেষ মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সিটি কর্পোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি এবং জেলা-উপজেলা পর্যায়ে একাধিক টিম কাজ করবে। এমনকি তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়েও অন্তত একটি করে মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা জনবলের প্রাপ্যতা অনুযায়ী এই টিমগুলো গঠন করবেন।
জরুরি প্রয়োজনে রোগী পরিবহনের জন্য সরকারি-বেসরকারি সব হাসপাতালে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সাথে জরুরি বিভাগে রোগীর চাপ বাড়ার আশঙ্কা থাকায় প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগের প্রস্তুতি রাখতে বলেছে অধিদপ্তর। এই সময়ে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। কোনো রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে রেফার করা যাবে না। প্রতিটি প্রতিষ্ঠানে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং জরুরি বিভাগসহ ল্যাব, ডায়ালাইসিস ও সিটি স্ক্যান সেন্টারগুলো যথারীতি খোলা রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকালীন এই সময়ে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান টানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। সারাদেশে জরুরি সমন্বয় নিশ্চিত করতে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসগুলোতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত জনসমাগম ও সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায় এই আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।