Home Second Lead প্রতিদিন গড়ে ৮ কোটি ডলার রেমিট্যান্স আসছে দেশে

প্রতিদিন গড়ে ৮ কোটি ডলার রেমিট্যান্স আসছে দেশে

জুলাইয়ে রেমিট্যান্সে উৎসাহব্যঞ্জক গতি: প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ১৫২ কোটি ডলার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসেই প্রবাসী আয় বা রেমিট্যান্সে উজ্জ্বল সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ১ লাখ ডলার করে প্রবাসীরা পাঠিয়েছেন, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখছে।
কোন ব্যাংক চ্যানেলে কত রেমিট্যান্স

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার।
বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংক চ্যানেল ছিল সর্বাধিক কার্যকর—এই পথে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার।
বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ৮০ লাখ ১০ হাজার ডলার।

সপ্তাহভিত্তিক রেমিট্যান্সের ধারা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,

  • জুলাইয়ের প্রথম ৫ দিনে এসেছে ৪১ কোটি ৬ লাখ ৯০ হাজার ডলার
  • ৬ থেকে ১২ জুলাই সময়ে এসেছে ৬৫ কোটি ৯৮ লাখ ২০ হাজার ডলার
  • ১৩ থেকে ১৯ জুলাই সময়ে এসেছে আরও ৪৫ কোটি ১৮ লাখ ডলার

এই তিনটি পর্বে পর্যায়ক্রমে বেড়ে গিয়ে সামগ্রিক মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স দাঁড়ায় ১৫২ কোটি ২৩ লাখ ডলারে।

অতীতের রেকর্ড ছাড়িয়েছে রেমিট্যান্স প্রবাহ

২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশ পেয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) প্রবাসী আয়, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরেও রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড স্পর্শ করতে পারে বলে আশা করা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যসহ ইউরোপ ও আমেরিকায় কর্মরত বাংলাদেশিদের আয় বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনাসহ সরকারি নীতির ইতিবাচক প্রভাব এবং হুন্ডি রোধে কঠোর নজরদারির ফলে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে।