Home চট্টগ্রাম রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের শীতবস্ত্র বিতরণ

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল। মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর লালদীঘী এলাকার অপরাজেয় বাংলাদেশ শিশু সহায়তা কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত রোটারি ক্লাবের নেতৃবৃন্দ শিশুদের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রওশন আক্তার, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু এবং শিশু সহায়তা কেন্দ্রের ইনচার্জ জিনাত আরা।

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন কেন্দ্রে থাকা শিশুরা। তাদের মুখে ফুটে ওঠে আনন্দ ও কৃতজ্ঞতা। আয়োজকরা জানান, সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও তারা নানা সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবেন বলেও জানান।

রোটারি ক্লাবের সদস্যরা বলেন, শীতের সময় সুবিধাবঞ্চিত শিশুরা যেন কোনো ধরনের কষ্ট না পায়, সেই ভাবনা থেকেই এ আয়োজন। তারা আরও উল্লেখ করেন, সমাজের সক্ষম মানুষজন ইচ্ছা করলে খুব সামান্য প্রচেষ্টায়ও অসহায় মানুষের জীবনে আনন্দ ছড়িয়ে দিতে পারেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির জন্য অপরাজেয় বাংলাদেশের পক্ষ থেকে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশু সহায়তা কেন্দ্রের ইনচার্জ জিনাত আরা।-সংবাদ বিজ্ঞপ্তি