Home First Lead ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬: ইসি ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬: ইসি ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।”

রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম মোট ২০৭ ধাপে বাস্তবায়ন করা হবে। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও পুনঃনির্ধারণ, ভোটার তালিকার হালনাগাদ ও চূড়ান্তকরণ, রাজনৈতিক দলের নিবন্ধন, দেশীয় ও বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা চূড়ান্তকরণ, নির্বাচনী আইন-বিধি সংস্কার, নির্বাচনী ম্যানুয়েল, নির্দেশিকা ও পোস্টার মুদ্রণ, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ ও ব্যালট বাক্স প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন ও জনবল ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয়, ICT সহায়তা ও ফলাফল প্রদর্শনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকসহ আট শ্রেণির অংশীজনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যা ৩১ আগস্ট চূড়ান্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর, খসড়া তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর।

নির্বাচনী আইন-বিধির সংশোধন ও প্রণয়ন ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ কাজ ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত হয়ে গেজেটে প্রকাশ করা হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে GIS ম্যাপ প্রস্তুত ও প্রকাশ করা হবে। রাজনৈতিক দলের চূড়ান্ত নিবন্ধন ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

নির্বাচনী বাজেট ১৫ নভেম্বর চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত অর্থ বরাদ্দের বৈঠক ১৬ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুত হবে। এছাড়া নির্বাচনী প্রচার, ICT ব্যবস্থা, বেসরকারি ফলাফল প্রচার এবং প্রবাসীদের পোস্টাল ভোট কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।