আন্তর্জাতিক ডেস্ক:
জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তিগত এক নতুন যুগের সূচনা হতে চলেছে। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়া শিপবিল্ডিং অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং এবং হুন্দাই রোবোটিকস যৌথভাবে একটি নতুন কর্মসূচিতে যুক্ত হয়েছে, যেখানে তারা মানবসদৃশ রোবট তৈরি করবে জটিল ধাতু জোড়ার কাজে ব্যবহারের জন্য।
এই উদ্যোগে অংশ নিচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পার্সোনা এআই এবং রোবট সংযোজন ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভাজিল। সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানের মধ্যে এই যৌথ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
চুক্তি অনুযায়ী, দুই বছরের মধ্যে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই পরীক্ষামূলক রোবট তৈরি হবে এবং দুই হাজার সাতাশ সালে এই রোবটগুলো বাস্তব জাহাজ নির্মাণ কারখানায় পরীক্ষামূলকভাবে কাজ শুরু করবে। সফল হলে শুরু হবে পুরোপুরি বাণিজ্যিক ব্যবহার।
এই রোবটগুলো এমনভাবে তৈরি করা হবে যাতে তারা শিপইয়ার্ডের জটিল ও ঝুঁকিপূর্ণ ধাতু জোড়ার কাজ নিখুঁতভাবে করতে পারে। পার্সোনা এআই রোবটের কাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি তৈরি করবে। ভাজিল তৈরি করবে ধাতু জোড়ার যন্ত্রপাতি এবং নির্মাণ স্থলের পরিবেশ। কোরিয়া শিপবিল্ডিং বাস্তব নির্মাণ স্থলে রোবটের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে এবং হুন্দাই রোবোটিকস রোবটকে প্রশিক্ষণ দিতে তথ্য ও দক্ষতা দেবে।
পার্সোনা এআই প্রধান নির্বাহী নিকোলাস র্যাডফোর্ড বলেন, ভারী শিল্পে কর্মী সংকট ও ঝুঁকিপূর্ণ কাজের পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয় মানবসদৃশ রোবটের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই প্রকল্প শুধু প্রতীকী নয়, বরং বাস্তব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম বর্ষেই জাহাজ কারখানার অর্ধেকের বেশি শ্রমিক চাকরি ছেড়ে দেয়। এই বাস্তবতায় রোবট ব্যবহারের মাধ্যমে টেকসই শ্রম ব্যবস্থার পথ খুঁজছে তারা।
বিশ্লেষকরা বলছেন, জাহাজ নির্মাণের মতো শ্রমনির্ভর শিল্পে এমন প্রযুক্তির সফল ব্যবহার ভবিষ্যতের শিল্প ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে।