Home Third Lead রোহিতের বিদায়: ভারতের টেস্ট অধিনায়ক হবেন কে?

রোহিতের বিদায়: ভারতের টেস্ট অধিনায়ক হবেন কে?

রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক:

রোহিত শর্মা অবশেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। ৩৮ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানিয়ে দিলেন, ভারতের সাদা পোশাকের ভবিষ্যৎ এখন নতুন নেতৃত্বের হাতে। প্রশ্ন উঠছে কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক?

ভারতের অভিজ্ঞ ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে বিদায় নেওয়ার পর এবার লাল বলের ক্রিকেট থেকেও বিদায় নিলেন তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এই ক্রিকেটার।

মঙ্গলবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রোহিত লেখেন, “আমি জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের ছিল। গত বছরগুলোতে আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করা চালিয়ে যাব।”

রোহিতের টেস্ট ক্যারিয়ার বেশ চমকপ্রদ। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুম্বাইয়ের এই ক্রিকেটারের। শুরুতে মিডল অর্ডারে খেললেও ২০১৯ সাল থেকে ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ক্যারিয়ারে ৬৭টি টেস্ট ম্যাচে রোহিত করেছেন ৪৩০১ রান। গড় ছিল ৪০.৫৭, যা একজন ওপেনারের জন্য বিশ্ব ক্রিকেটে প্রশংসনীয়। রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধ-শতক।

ভারতের ঘরের মাঠে বিশেষ করে স্পিন-বান্ধব কন্ডিশনে রোহিত ছিলেন অতুলনীয়। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে তার ১৬১ রানের ইনিংস কিংবা ২০২৩ সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে ১২০ রানের দৃষ্টিনন্দন সেঞ্চুরি বহুদিন স্মরণে থাকবে ক্রিকেটপ্রেমীদের।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত একাধিক টেস্ট সিরিজ জিতেছে ঘরের মাঠে এবং বিদেশের মাটিতেও। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় অধরা রয়ে গেছে, তবুও রোহিত ছিলেন এই প্রজন্মের অন্যতম সফল ওপেনার এবং দলনেতা। তার বিদায়ের পর নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণ করা হবে কাদের মধ্য থেকে?

কে থাকবেন দৌড়ে?

১. জাসপ্রিত বুমরাহ:
বর্তমানে ভারতের টেস্ট ভাইস-ক্যাপ্টেন। একজন ফাস্ট বোলার হিসেবে অধিনায়কত্বের ভার নেওয়া বিরল হলেও, বুমরাহর ক্রিকেটিং মেধা ও দলে নেতৃত্বদানের সামর্থ্য ইতিমধ্যে প্রমাণিত। ইংল্যান্ড সফরে তার নেতৃত্বে ভারত এক ম্যাচে জয় পেয়েছিল।

২. কে. এল. রাহুল:
অভিজ্ঞতা রয়েছে, দলের সিনিয়র খেলোয়াড়। যদিও তার ফর্ম অনিয়মিত, তবুও নেতৃত্বগুণ এবং ইংরেজি মিডিয়ায় সাবলীলতার কারণে তিনি বোর্ডের পছন্দ হতে পারেন।

৩. শ্রেয়াস আইয়ার বা রিশাভ পন্থ:
যুব নেতৃত্বের ভাবনা থাকলে এদের দিকে ঝুঁকতে পারে বোর্ড। তবে চোট থেকে পুরোপুরি সেরে ওঠা এবং ধারাবাহিকতা—এই দুটি শর্ত এখানে বড় প্রশ্ন।

৪. রবিশ্রণ অশ্বিন বা চেতেশ্বর পুজারা:
প্রবীণদের মধ্যে অশ্বিন কিছু ম্যাচে উপ-নেতৃত্ব পালন করেছেন। তবে তাদের বয়স এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তারা কতটা থাকবেন, তা নিয়েই সংশয়।

চ্যালেঞ্জ কী?

ভারতীয় ক্রিকেট বোর্ড  এখন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন টেস্ট অধিনায়ককে সামলাতে হবে পরবর্তী প্রজন্মের গঠন, বিদেশের মাটিতে জয়ের কৌশল, এবং বিশেষ করে ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাফল্য আনার চাপ।

রোহিতের মতো ভারসাম্যপূর্ণ, ধীরস্থির এবং টেকনিক্যালি পরিণত অধিনায়ক পেতে চাইলে নির্বাচকদের ভেবেচিন্তে পা ফেলতে হবে।