Home আন্তর্জাতিক চীনের মহাকাশ জয়: লং মার্চ-৬ উৎক্ষেপণে ইন্টারনেট উপগ্রহ কক্ষপথে

চীনের মহাকাশ জয়: লং মার্চ-৬ উৎক্ষেপণে ইন্টারনেট উপগ্রহ কক্ষপথে

আন্তর্জাতিক ডেস্ক:

চীন আবারও মহাকাশ অভিযানে এক নতুন সাফল্যের সাক্ষর রাখলো। শুক্রবার (৬ জুন), দেশটি উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি পরিবর্তিত লং মার্চ-৬ বাহক রকেট উৎক্ষেপণ করে। এই অভিযানের মাধ্যমে ইন্টারনেট নক্ষত্রমালার অংশ হিসেবে নিম্ন-পৃথিবীপথে (লো আর্থ অরবিট) আরও একদল উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠানো হয়েছে।

এটি ছিল চীনের বিখ্যাত লং মার্চ সিরিজের ৫৮০তম উৎক্ষেপণ মিশন। সরকারি সূত্রে জানানো হয়েছে, উৎক্ষেপণটি নির্ধারিত সময় ও কৌশল অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে এবং উপগ্রহগুলো সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হয়েছে।

উল্লেখ্য, ইন্টারনেট নক্ষত্রমালা গঠন প্রকল্পটি চীনের নিজস্ব মহাকাশ-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা গড়ে তুলতে একটি কৌশলগত উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির নেটওয়ার্ক সংযোগের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে মহাকাশ প্রযুক্তির আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে চীন।

লং মার্চ-৬ রকেটটি চীনের নতুন প্রজন্মের বাহক রকেটগুলোর অন্যতম, যা প্রধানত ছোট ও মাঝারি ওজনের উপগ্রহ উৎক্ষেপণে ব্যবহৃত হয়। নতুন সংস্করণে এর প্রযুক্তিগত ক্ষমতা ও স্থিতিশীলতা আরও উন্নত করা হয়েছে, যা একাধিক উপগ্রহ একসাথে নির্ভুলভাবে পাঠানোর জন্য উপযোগী।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফল উৎক্ষেপণ শুধু চীনের মহাকাশ প্রযুক্তির উৎকর্ষেরই প্রমাণ নয়, বরং বিশ্বব্যাপী মহাকাশভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির প্রতিযোগিতায় তাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিতও বহন করে।

📢 আপনার মতামত জানান, প্রতিবেদনটি শেয়ার করুন এবং 👍 লাইক দিতে ভুলবেন না!