বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর রাণীনগরে লক্ষ্মীপূজা উপলক্ষে ছোট যমুনা নদীতে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নদীতে সাজানো শত শত নৌকা, ঢাক-ঢোল, মাইকের সাউন্ড এবং নানাবিধ বিনোদনের মাধ্যমে দর্শনার্থীরা নাচানাচিতে মগ্ন হন।
মেলার প্রথম দিন নৌবহর অনুষ্ঠিত হয়, যেখানে রাণীনগর, আত্রাই, মান্দা ও নওগাঁ সদরসহ বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় চড়ে আসেন। অন্য ধর্মের মানুষরাও মেলা ও নৌবহর উপভোগে অংশগ্রহণ করেন। নদীর দুই পাড়ে ভিড় জমে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ওইদিন নদীতে ৪ শতাধিক নৌকা অংশ নেয় এবং সন্ধ্যা পর্যন্ত মজা ও নৃত্যের তালে নদীর ধারা মুখরিত থাকে।
মেলার দ্বিতীয় দিন বউমেলা অনুষ্ঠিত হয়। কুজাইল হিন্দুপাড়া গ্রামের বিকাশ চন্দ্র প্রামাণিক জানান, “পূর্বপুরুষেরা মেলা শুরু করেছেন, আমরা কেবল ঐতিহ্যকে ধরে রাখছি। দুর্গাপূজা বৃহৎ উৎসব হলেও আমাদের এখানে লক্ষ্মীপূজার আনন্দ বেশি।”
মেলা কমিটির সদস্য সচিব শামসুর রহমান বলেন, “শত বছরের ঐতিহ্যবাহী এই মেলায় হিন্দু-মুসলিম একে অপরকে সহযোগিতা করে। বহু দূর থেকে নৌকা নিয়ে আসা মানুষ নদীতে নৌবহরে অংশ নেয় এবং হাজার হাজার নারী-পুরুষ উপভোগ করেন। এবারের মেলায় প্রায় দুইশ দোকান বসেছে।”
কুজাইল বাজার জাগরণ সংসদ ক্লাবের সভাপতি শাহিদুর রহমান যোগ করেন, “মেলার মূল আকর্ষণ নৌবহর। জামাইদের বড় বড় মাছ, মিষ্টিসহ নানাবিধ খাবারের কেনাকাটা চলে। হিন্দু-মুসলিম উভয় ধর্মের মানুষ মিলেমিশে আনন্দ উপভোগ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকার সেতুবন্ধন তৈরি করে।”
এই গ্রামীণ মেলা কেবল সনাতন ধর্মের উৎসব নয়, বরং স্থানীয় ঐতিহ্য, সামাজিক মিলনমেলা এবং সাংস্কৃতিক বিনোদনের অনন্য মঞ্চ হিসাবেও গুরুত্বপূর্ণ।