Home আবহাওয়া দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম

বিজনেসটুডে২৪ ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে শুক্রবার (২৩ অক্টোবর)। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না বলেই ধারণা করছেন আবহাওয়াবিদরা।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে শুক্রবার লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি আগামী ২৭ বা ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলে এর প্রভাব পড়ার আশঙ্কা খুবই কম।

তিনি আরও বলেন, লঘুচাপজনিত মেঘের প্রভাবে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। স্থলভাগে প্রবেশের পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমা বাতাসের প্রভাবে বাংলাদেশের দিকে মেঘ আকারে আসতে পারে।

তিনি আরও জানান, ২৯ অক্টোবরের দিকে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।