Home অন্যান্য ‘বিদেশি উপহারের ফাঁদ’: প্রেমিক পাঠিয়েছে স্বর্ণালংকার, কাস্টমস চায় টাকা!

‘বিদেশি উপহারের ফাঁদ’: প্রেমিক পাঠিয়েছে স্বর্ণালংকার, কাস্টমস চায় টাকা!

ধারাবাহিক প্রতিবেদন: লটারি ও প্রেমের ফাঁদ

পর্ব ৪: 

প্রেমের সম্পর্ক, বিদেশি বন্ধুত্ব কিংবা পরিচয়ের সূত্র ধরে প্রবাসী উপহারের প্রতিশ্রুতি -এসবের আড়ালে কাজ করে এক ভয়াবহ প্রতারক চক্র। পাকিস্তানে গত এক দশকে এমন শত শত নারী প্রতারণার শিকার হয়েছেন, যারা বিশ্বাস করেছিলেন বিদেশে বসবাসকারী প্রেমিক বা বন্ধুরা তাদের জন্য দামি উপহার পাঠিয়েছে। কিন্তু সেই উপহার ছাড়াতে গিয়ে তারা হারিয়েছেন নিজেদের সবকিছু।

একটি বাস্তব কাহিনী

২০২০ সালে লাহোরের এক স্কুলশিক্ষিকা ফেসবুকে পরিচিত হন এক ‘ব্রিটিশ ব্যবসায়ী’র সঙ্গে। প্রেম জমে ওঠে এবং একদিন সেই প্রেমিক জানায়, সে তার জন্য মোবাইল, ঘড়ি, গহনা, পারফিউমসহ বিশাল উপহারের বাক্স পাঠিয়েছে। কিছুদিন পর এক ব্যক্তি ফোন করে নিজেকে পাকিস্তান কাস্টমস অফিসার হিসেবে পরিচয় দিয়ে বলে, প্যাকেট ছাড়াতে হলে ‘ক্লিয়ারেন্স ফি’ ও ‘অ্যান্টি-টেররিজম সার্টিফিকেট ফি’ দিতে হবে।
পরপর কয়েক দফায় মোট ৭ লাখ পাকিস্তানি রুপি পাঠান সেই নারী। পরে প্রতারকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশের সাইবার ইউনিট অনুসন্ধানে জানতে পারে, গোটা চক্রটি পরিচালিত হচ্ছিল নাইজেরিয়া থেকে।

প্রতারণার কৌশল

  • ফেসবুক বা ইনস্টাগ্রামে বিদেশি পুরুষ/নারীর সঙ্গে পরিচয়
  • কিছুদিন প্রেমালাপের পর জানানো হয়, তারা উপহার পাঠিয়েছে
  • উপহারে থাকে মূল্যবান সামগ্রী: ল্যাপটপ, গহনা, মোবাইল
  • পরে এক ভুয়া কাস্টমস অফিসার ফোন করে ‘ক্লিয়ারেন্স ফি’ দাবি করে
  • ধাপে ধাপে অর্থ আদায় শেষে নম্বর বন্ধ করে দেওয়া হয়

বাংলাদেশে এর প্রতিধ্বনি

২০২৩ সালে নারায়ণগঞ্জের এক গৃহবধূ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমে পড়েন এক ‘আমেরিকান সৈনিক’-এর। কিছুদিন পর জানানো হয়, সে তার জন্য স্বর্ণালংকার ও ২০ হাজার ডলারের নগদ উপহার পাঠিয়েছে। কাস্টমস থেকে ফোন করে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়, যা বিকাশে পরিশোধ করা হয়। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরে সাইবার ইউনিটের তদন্তে দেখা যায়, এটি ছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্র।

বিশেষজ্ঞদের পরামর্শ

  • উপহারের পেছনে কাস্টমস ফি চাওয়া হলে সতর্ক হোন
  • উপহার পাঠালে ট্র্যাকিং নম্বর থাকবেই, যাচাই করে দেখুন
  • সন্দেহজনক বার্তা বা ফোন পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান
  • উপহার বা প্রেমের ফাঁদে পড়ে কখনোই অর্থ পাঠাবেন না

পরবর্তী পর্বের ইঙ্গিত

👉 পর্ব ৫: ফিলিপাইনে ফেসবুক লটারি স্ক্যাম – কিশোর বয়সেই সর্বনাশ, পরিবারে দারিদ্র্যের ঢেউ
পরবর্তী পর্বে থাকছে এক হৃদয়বিদারক গল্প, যেখানে ফেসবুক লটারি জেতার আশায় এক স্কুলছাত্র তার পরিবারকে আর্থিক বিপর্যয়ে ফেলেছিল।