বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাগুরা: গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণিল লাঠিখেলা উৎসব।
এই আয়োজনে মাগুরা, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে আসা চারটি লাঠিয়াল দল অংশ নেয়। সুসজ্জিত লাঠিয়ালদের কৌশলী লাঠি চালনা ও ঢোলের তালে নাচের সমন্বয় মুগ্ধ করে হাজারো দর্শককে। উৎসবকে ঘিরে মাঠের চারপাশে বসে বাহারি দোকান, তৈরি হয় এক অনিন্দ্যসুন্দর গ্রামীণ মেলার আবহ।
তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জানায়, মায়ের সঙ্গে প্রথমবার লাঠিখেলা দেখতে এসে সে রোমাঞ্চিত। তার মতে, ঢোলের তালে লাঠির আঘাত ও পাল্টা আঘাতের দৃশ্য তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।
শালিখা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ বলেন, শত বছরের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের লাঠিখেলা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় প্রতিটি লাঠিয়াল নিজেকে বাঁচাতে সচেষ্ট থাকে, পাশাপাশি প্রতিপক্ষকে আঘাত করার জন্য মরিয়া হয়ে ওঠে। এ কারণেই খেলার পুরো সময় দর্শকরা শ্বাসরুদ্ধ হয়ে তা উপভোগ করেন।
উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় মিলনমেলা। আত্মীয়স্বজনরা বাড়ি বাড়ি আসেন, এলাকার মানুষ গ্রামীণ সংস্কৃতির টানে নতুন উদ্দীপনায় জেগে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদারসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।