বিনোদন ডেস্ক: ১৭ বছর বয়সে ইউরোজয়ী স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল আবারও বিতর্কের কেন্দ্রে। কয়েকদিন আগে ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর এবার নাম জড়াল এক পর্নস্টারের সঙ্গেও।
২৯ বছর বয়সি ক্লদিয়া বাভেল সম্প্রতি স্পেনের একটি টিভি শোতে বিস্ফোরক অভিযোগ করেছেন, যে ইয়ামাল তাকে নিজ বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। যদিও পর্নতারকা জানিয়েছে, তিনি স্পেনের ফুটবলার হিসেবে ইয়ামালের বয়স ছোট হওয়ায় এই সুযোগে পিছু হটেন।
তবে ইয়ামাল এসব অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, বাভেলই নিজেই আগে থেকে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। এমনকি তাদের কখনো সরাসরি দেখা হয়নি বলেও জানিয়েছেন ইয়ামাল।
আরও বলেছেন, “সে আমার মায়ের সঙ্গে থাকে, আর বাভেলের দাবির বিপরীতে আমি একা থাকি। বাভেল মিথ্যা কথা বলছে এবং সেটা সে আমাকে মেসেজ করেও স্বীকার করেছে। আমার কাছে সেই স্ক্রিনশটও আছে।”
ইয়ামালের আগে ফাতি ভাজকুয়েজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে, যেখানে সুইমিং পুলের পাশের একই জায়গার ছবি দুই জনেরই ছিল। পাশাপাশি ফাতি ‘অনলিফ্যানস’ নামের একটি ওয়েবসাইটেও সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইয়ামালের সম্পর্ক ছিল স্পেনের অ্যালেক্স পাদিয়ার সঙ্গে। কিন্তু পাদিয়ার অন্য সম্পর্ক জড়িয়ে পড়ায় তারা বিচ্ছেদ ঘটিয়েছিলেন বলে মাঠের পেছনের সূত্রে জানা গেছে।
বিস্তারিত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।
এই বিতর্কিত খবর সম্পর্কে আপনার মতামত কী? নিচে কমেন্ট করুন। প্রতিবেদনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না।
বিজনেসটুডে২৪.কম-এ থাকবে আরও আকর্ষণীয় খবর।