লালনের দেশে: পর্ব ৩
মোজাফফর রাহমান বাদল, কুষ্টিয়া: লালন শাহ কেবল একজন গান রচয়িতা বা বাউল সাধক নন, তিনি ছিলেন এক মহৎ জীবনদর্শনের পথিক। তার চিন্তা ও বাণী যে সমাজে তিনি জন্ম নিয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক আজকের জগতে। যেখানে জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, আচার আর নিয়মের শিকলে বাঁধা মানুষ; সেখানে লালনের গান ছিল মুক্তির বাণী।
লালন কখনও নিজেকে হিন্দু বলেননি, বলেননি মুসলমানও। তিনি নিজের পরিচয় দিয়েছেন মানুষ হিসেবে। তিনি প্রশ্ন তুলেছেন সেইসব ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে, যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তার গান বারবার ফিরে যায় একই প্রশ্নে—ধর্মের নামে এতো ভেদাভেদ কেন, মানুষে মানুষে এত দেয়াল কেন?
লালনের বিখ্যাত সেই গান -সব লোকে কয় লালন কি জাত সংসারে এই প্রশ্ন তুলে দিয়েছিল সমাজের কপালে। তার গান ধর্মীয় গোঁড়ামি, জাতপাত, আচারনির্ভর সমাজব্যবস্থার বিরুদ্ধে এক প্রতিবাদপত্র। অথচ সেই প্রতিবাদ ছিল না বিদ্বেষে ভরা, ছিল না রক্তাক্ত ভাষায়, বরং ছিল করুণ ও মরমিয়া বাণীতে গাঁথা।
তিনি বলতেন, সত্যিকার মানুষ হওয়াই শ্রেষ্ঠ ধর্ম। তার ভাষায়, যারা কেবল বাইরের ধর্মীয় আচারে সীমাবদ্ধ, তারা প্রকৃত সত্য থেকে বহু দূরে। লালনের চোখে, মানুষ যখন নিজের ভেতরের সত্যকে খুঁজে পায়, তখনই সে প্রকৃত অর্থে ধার্মিক হয়। এই ভাবনাই তাকে তুলেছিল ব্যতিক্রম এক পুরুষে।
লালনের দর্শন ছিল অন্তর্জগত নির্ভর। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর বা সত্য কোথাও বাইরে নেই, তা রয়েছে মানুষের অন্তরে। তাই বাহ্যিক আচার নয়, আত্মিক সাধনাই তার দর্শনের মূল কথা। তার গানেও এই আত্মসন্ধান ফুটে উঠেছে বারবার।
তবে সেই সময়কার সমাজ তার এসব চিন্তা মেনে নেয়নি। উচ্চবর্ণীয় হিন্দুরা তাকে ঘৃণা করেছে, আবার মুসলমান গোঁড়ারাও তাকে তিরস্কার করেছে। কিন্তু লালন এসবের পরোয়া করেননি। তিনি তার পথেই থেকেছেন, আর পাশে পেয়েছেন কিছু অনুসারী, যারা আজও তার গান গেয়ে মানুষকে জাগাতে চায়।
আজকের সমাজ যখন ধর্মীয় বিভাজন, অসহিষ্ণুতা আর বিদ্বেষে বিভ্রান্ত, তখন লালনের গান নতুন করে প্রশ্ন তোলে। কীভাবে মানুষ মানুষকে ঘৃণা করতে পারে, যখন তার জন্ম এক-ই দেহে, এক-ই রক্তে?
লালনের জীবন ও দর্শন একটাই শিক্ষা দেয়—সব ধর্ম, জাত ও পরিচয়ের ঊর্ধ্বে মানুষের পরিচয় হলো মানুষ হওয়া। আর এই বাণী যতদিন উচ্চারিত হবে, ততদিন ফকির লালন শাহ থাকবেন বেঁচে মানুষের হৃদয়ে।
লালনের দর্শনের গভীরতা বোঝার পর এবার চলুন শোনা যাক তার গানের ভিতরকার আধ্যাত্মিকতা। পরবর্তী পর্বে থাকছে—লালনের গান: কথার সুরে আত্মার সন্ধান, শুধুমাত্র বিজনেসটুডে২৪.কম–এ।