Home সারাদেশ লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে বগি বেলাইনে, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে বগি বেলাইনে, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন বিডিআর গেট এলাকায় ঢাকাগামী আন্তনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেস’ ও একটি লোকাল ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয়। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল সিগন্যাল এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুড়িমারী থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশের সময় লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে ঘোরানো হচ্ছিল। এমন সময় সিগন্যাল বিভ্রাটের কারণে লোকাল ট্রেনটি সরাসরি ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসে। সংঘর্ষের ফলে দুটি বগি উল্টে যায় এবং রেললাইনে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, যদিও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

এ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিডিআর গেট হয়ে পুরান বাজারগামী প্রধান সড়ক যোগাযোগও কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।