Home Second Lead খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ৫ দেশের মন্ত্রী; প্রস্তুত সেগুনবাগিচা

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ৫ দেশের মন্ত্রী; প্রস্তুত সেগুনবাগিচা

বেগম খালেদা জিয়া
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ পাকিস্তান, ভুটান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী এই শোকযাত্রায় অংশ নিতে ঢাকা সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় (সেগুনবাগিচা) সূত্র নিশ্চিত করেছে যে, বিদেশি এই অতিথিদের স্বাগত জানাতে বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে পৃথক বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

আগত বিদেশি অতিথিবৃন্দ

  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যারা আসছেন:
  • ভারত: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
  • পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
  • ভুটান: পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল
  • নেপাল: পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা
  • মালদ্বীপ: শিক্ষামন্ত্রী ড. ইসমাইল শাফিউ

আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশ নিতেই মূলত প্রতিবেশী দেশগুলোর এই শীর্ষ কূটনীতিকরা ঢাকা পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কেবল দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও অনেক দেশের প্রতিনিধিরা এই শোক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর গ্রহণযোগ্যতার কারণেই বিদেশি প্রতিনিধিদের এই উপস্থিতি বলে মনে করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি অতিথিদের নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে জানাজাস্থল পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।